Monday, August 25, 2025

স্বস্তি দিয়ে অনেকটাই নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, মৃত্যু এখনও ২ হাজারের বেশি

Date:

Share post:

স্বস্তি দিয়ে দেশের দৈনিক সংক্রমণ নামল এক লক্ষের নীচে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। টানা দু’মাস পর আক্রান্তের সংখ্যা এতটা কম হল। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সংক্রমণ ৯০ হাজার থেকে বাড়তে বাড়তে ৪ লক্ষে পৌঁছেছিল। তবে লকডাউনের পর থেকে গত কয়েক কয়েক সপ্তাহে দেশে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।সংক্রমণের সঙ্গে দৈনিক মৃত্যুও আগের কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের।
চলতি সপ্তাহের শুরুর দিনেও সংক্রমণের সংখ্যা ১ লক্ষের বেশি ছিল। তবে রোজ নতুন সংক্রমণের থেকে সুস্থতার সংখ্যা বেশি হওয়ার কারণে দেশে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ১৩ লক্ষ ৩ হাজার ৭০২ জন। একই সঙ্গে কমেছে মৃত্যুর হারও। তবে স্বাস্থ্যমহলের একাংশের মতে, যে হারে সংক্রমণ কমছে, মৃত্যুকে সেই হারে এখনও রোখা সম্ভব হচ্ছে না। এ নিয়ে মারণ ভাইরাসের বলি দেশের মোট ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩ জন।
অন্যদিকে কোভিডের দ্বিতীয় ঢেউ রুখতে দেশজুড়ে শুরু হয়েছে গণটিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত টিকা পেয়েছেন দেশের ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭০২ জন। গত ২৪ ঘন্টায় দেশে টিকা পেয়েছেন সাড়ে ৩৩ লক্ষের বেশি মানুষ।

Advt

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...