ইয়াস বিধ্বস্ত দিঘা উপকূল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Yaas Cyclone: Central team visits Digha to observe devastating situation
ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দিচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। নিজস্ব চিত্র।

ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ৩ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল মঙ্গলবার আকাশপথে দিঘা পৌঁছল। সকাল পৌনে এগারোটা নাগাদ হাওড়া ডুমুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দেয় হেলিকপ্টার। দিঘায় পৌঁছে মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করছে প্রতিনিধি দলটি। সড়ক পথেও একটি দল এলাকা পরিদর্শন করবে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের শেখ শাহি, অলীকপান্থ দে, রাজীব প্রতাপ দুবে, আর বি কল হেলিকপ্টারে দিঘা পৌঁছেছেন। এবং নরেন্দ্র কুমার, সংযুক্তা কাঞ্জিলাল ও দীপশেখর সিংহলরা সড়ক পথে সেখানে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি দিঘায় প্রশাসনিক বৈঠক করবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পৌঁছয় পাথরপ্রতিমায়। আর একটি দল কলকাতা থেকে সড়কপথে গদখালি পৌঁছে গোসাবায় যায়।

Advt

 

Previous articleস্বস্তি দিয়ে অনেকটাই নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, মৃত্যু এখনও ২ হাজারের বেশি
Next articleদুই  গোষ্ঠীর সংঘর্ষের মাঝে গুলিবিদ্ধ এক পুলিশ অফিসার