Thursday, August 21, 2025

মোদির ‘গৌরবোজ্জ্বল’ ইতিহাসের কথা প্রধানমন্ত্রীর দফতর-ই জানেনা

Date:

Share post:

অনেক শব্দের অর্থই আমাদের জানা নেই৷ মোদির আমলে বহুলচর্চিত তেমনই একটা শব্দ ‘‌জুমলা’‌!

দেশের বিরোধী নেতারা হামেশাই বলেন, “এটা হল মোদি সরকারের আর এক জুমলা।” এ সব শুনে শুনে সবার একটা ধারনা হয়ে গিয়েছে ‘জুমলা’-র অর্থ ঠিক কী ?

‘জুমলা’র একটা অর্থ, ‘কথার কথা’ । আর এক অর্থ, ‘অসত্য প্রচার’। রাজনীতিতে অসত্য প্রচার এমন কোনও বড় ব্যাপার নয়৷ মোদি-শাহ হামেশাই বলেন৷ বিরোধী নেতারা তো এখন মোদি বা শাহ’র মুখে একটু ওজনদার কোনও কথা বা প্রতিশ্রুতি শুনলেই বলেন, এটা আর এক ‘‌জুমলা’‌।‌

রাজেশ চিরিমার

এক RTI-এর ভিত্তিতে পাওয়া তথ্য প্রকাশ্যে আসার পর এখন ফের প্রশ্ন উঠেছে, তাহলে কী মোদির আর এক জুমলা সামনে এলো ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গৌরবোজ্জ্বল’ ইতিহাসের কথা প্রধানমন্ত্রীর দফতর-ই জানেনা৷

বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সত্যাগ্রহ করে জেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ সফরে গিয়ে এ কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদি নিজেই৷ এই বক্তব্য নিয়ে গোটা দেশেই তুমুল চাঞ্চল্য দেখা দেয়৷ অজস্র ‘মিম’-এ ছেয়ে যায় নেট দুনিয়া৷

সেই RTI

ওইদিনই RTI বা তথ্য জানার অধিকার আইনে এ বিষয়ে বিস্তারিত জানতে আবেদন জানিয়েছিলেন বিধাননগর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য, তৃণমূলনেতা রাজেশ চিরিমার৷ তিনি জানতে চেয়েছিলেন,

১) বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সত্যাগ্রহ করে কোন বছরের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত জেলে ছিলেন নরেন্দ্র মোদি ?

২) ঠিক কী কী অভিযোগে নরেন্দ্র মোদিকে জেলে পাঠানো হয়েছিলো ?

৩) দেশের কোন সংশোধনাগারে বন্দি ছিলেন নরেন্দ্র মোদি ?

এই তিনটি ‘নিরীহ’ প্রশ্নের জবাব হাতে পেয়েছেন রাজেশ চিরিমার৷ জবাব পাঠিয়েছে PMO বা প্রধানমন্ত্রীর দফতর৷

এবং উত্তরে চিরিমারকে জানানো হয়েছে, “এমন কোনও তথ্যই PMO-র কাছে নেই৷ প্রয়োজনে PMO ওয়েবসাইটে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে পারেন৷ মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগের কোনও তথ্যই তাদের কাছে নেই৷”

RTI-এর ভিত্তিতে পাওয়া এই তথ্য হাতে আসার পরই প্রশ্ন উঠেছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় সত্যাগ্রহ করে জেলে যাওয়ার যে কথা মোদি নিজেই বলেছেন, তা কতখানি সত্যি ?

না’কি এটাও ‘জুমলা’?

আরও পড়ুন:রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নোট দিলেন ধনকড়, সন্ধেয় অমিত-সাক্ষাৎ

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...