অ্যালোপ্যাথি বিতর্ক পিছু ছাড়ছে না রামদেবের। করোনাকালে এবার ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ছত্রিশগড় শাখার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হলো রামদেবের বিরুদ্ধে। এফআইআর-এ পুলিশের তরফে জানানো হয়েছে রামদেবের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বহু সাধারণ মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছে এবং করোনাকালে প্রশাসনের যে নিয়ম ছিল, তা অমান্য করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে রামদেবের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে চিকিৎসক মহল। অভিযোগ ছিল করোনা সংক্রমনের এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তবে যে ওষুধগুলো ব্যবহারের কথা বলা হয়েছে তা সম্পর্কে ভুয়ো তথ্য প্রচার করেছেন রামদেব। অভিযোগপত্রে আরও বলা হয়, যে সময়ে চিকিৎসক মহল করোনার বিরুদ্ধে দিনরাত লড়াই চালাচ্ছেন, সেই সময়ে এই মন্তব্য করা হচ্ছে, যা অত্যন্ত অবমাননাজনক।

আরও পড়ুন: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে? আজ ঘোষণা রাজ্যের

উল্লেখ্য, গত মে মাসে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ‘বোকা’ বলে উল্লেখ করেছেন রামদেব। রেমডেসিভির ও ফ্যাবিফ্লু-র মতো ওষুধ করোনা মোকাবিলায় ব্যর্থ বলেও দাবি করেন তিনি। এরপরই শুরু হয় বিতর্ক। দেশের নানা প্রান্তে রামদেবের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। প্রবল চাপের মুখে পড়ে শেষ-মেষ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন রামদেব।
