Wednesday, August 20, 2025

শিশির-সুনীলের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠালেন লোকসভার স্পিকার

Date:

Share post:

দু’জনেই তৃণমূলের (TMC) ঘাসফুল প্রতীকে দাঁড়িয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ (MP) হয়েছেন। আবার বিধানসভা নির্বাচনের আগেই তাঁরা দলের বিরুদ্ধে প্রচার করেছেন। বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondal) তো শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) পাল্লায় পড়ে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর শুভেন্দুর বাবা শিশির অধিকারী (Sishir Adhikary) ধরি মাছ না ছুঁই পাণি ফর্মুলায় বিজেপির (BJP) মঞ্চে উঠে তৃণমূল বিরোধী প্রচার করেছেন।

সম্প্রতি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন (Anti-defection Law) প্রয়োগের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে আবেদন করেছেন। স্পিকারকে ফোনও করেছেন সুদীপবাবু।

দলত্যাগ বিরোধী আইনে এই দুই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তাঁদের বক্তব্য জানতে চাইবেন লোকসভার স্পিকার। আজ, শুক্রবার স্পিকার ওম বিড়লা জানান, শিশির অধিকারী ও সুনীল মণ্ডলকে প্রথমে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ দেওয়া হবে।

তাঁর কথায়, ”দুই সাংসদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের আবেদন করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। যাঁদের বিরুদ্ধে লিখেছেন, তাঁদের অবস্থান জানতে নোটিশ পাঠানো হচ্ছে। দুই সাংসদের জবাব পাঠানো হবে কমিটিতে। ডাকা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও। চাওয়া হবে তথ্য-প্রমাণ। এটা একটা আইনি প্রক্রিয়া। ওই কমিটি খতিয়ে দেখে রিপোর্ট জমা করবে। তাদের সুপারিশের ভিত্তিতে আমি ব্যবস্থা গ্রহণ করবো।”

আরও পড়ুন-  দলনেত্রীর পথে হেঁটেই আরও ৪ কেন্দ্রে পুনর্গণনা চেয়ে হাইকোর্টে মামলা তৃণমূল প্রার্থীদের

 

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...