Thursday, December 25, 2025

ভোট পরবর্তী হিংসা: হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (High Court)। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বৃহত্তর বেঞ্চে আবেদন করল রাজ্য সরকারের।

ভোট পরবর্তী হিংসার অভিযোগে এন্টালির বিজেপির (Bjp) পরাজিত প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল-সহ অনেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। শুক্রবার, সেইসব মামলার একত্রে শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে। হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যে সরকারের সমালোচনা করা হয়। এমনকী, প্রয়োজনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পারেন বলেও নির্দেশে জানানো হয়েছে।

শুনানিতে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে একাধিক অভিযোগ তোলেন মামলাকারীদের আইজীবীরা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল (Rajesh Bindal) বলেন, “ভোটের পর, দলে দলে মানুষ মিছিল করে বলছেন, আমরা আগে যা করেছি ভুল করেছি, এখন ঠিক করতে চাই। এই ধরনের দৃশ্য আমি কোনওদিন দেখিনি”। এরপর বিচারপতি বলেন, “মামলার এই পর্যায়ে আমাদের কাছে বেশকিছু ঘটনার তথ্যপ্রমাণ রয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে, রাজ্যকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে”।

আরও পড়ুন-দ্বিতীয়বারের জন্য জাতিসংঘের মহাসচিব পদে দায়িত্ব নিলেন আন্তোনিও গুতেরেস

অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। বিচারপতি হরিশ ট্যান্ডন (Harish Tandan) বলেন, রাজ্য বলছে একাধিক ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। কিন্তু কার বিরুদ্ধে, কী পদক্ষেপ করা হয়েছে, তা স্পষ্ট নয়। এরপর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, প্রয়োজন মনে করলে রাজ্যের বিভিন্ন জায়গার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পারে জাতীয় মানবাধিকার কমিশন। এই মামলার পরবর্তী শুনানি ৩০ জুন। তার আগেই ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার।

 

spot_img

Related articles

এটাই ‘বেটি বাঁচাও’-এর বাস্তবতা! উন্নাও-এর নির্যাতিতাকে ওমপ্রকাশের উপহাসের তীব্র নিন্দা অভিষেকের

উন্নাও-এর ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মন্ত্রী ওমপ্রকাশ রাজভরের উপহাসের তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পুলিশের এনকাউন্টারে মৃত মাওবাদী শীর্ষনেতা গণেশ, মাথার দাম ছিল ১ কোটি

এক মাওবাদী শীর্ষনেতা ( Moist leader) মাডবী হিডমাকে এনকাউন্টার করার এক মাসের মধ্যেই বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এনকাউন্টার...

আবার দুই বিজেপি-রাজ্য: বড়দিন উদযাপনে হামলা বজরং দলের

ধর্মীয় সম্প্রদায়ের উপর হামলার ঘটনা থেকে নিস্তার নেই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরও। একাধিক বিজেপি রাজ্যে বারবার প্রমাণিত হয়েছে এই...

আবার রাম থেকে বামে মিঠুন চক্রবর্তী? সহাস্যে কী বললেন বিচারক

হুগলির নিম্ন আদালতে মামলার শুনানি। হাজির সিপিএম নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Ch)! চলতি বছরেই একটি ঘটনাকে কেন্দ্র করে...