বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) পঞ্চম দিনের শুরুতেই বেশ বড়সড় কান্ড করে বসলেন তারকা পেসার যসপ্রীত বুমরাহ( jasprit bumrah)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সি গায়ে না চাপিয়ে ভারতের পুরোন জার্সি পড়ে মাঠে নেমে এক ওভার বলও করে ফেললেন ভারতের এই তারকা বোলার।

মঙ্গলবার ম্যাচের পঞ্চম দিনে বুমরাহ নিজের প্রথম ওভার করেছিলেন ভারতের পুরোনো জার্সি পড়ে, যেখানে দেশের নাম নয়, স্পনসরের নাম লেখা বড় করে। প্রথম ওভার পুরোনো জার্সি পড়েই বল করেন বুমরাহ। পড়ে ভুল বুঝে জার্সি পাল্টে আসেন তিনি।

আইসিসির যে কোনও টুর্নামেন্টে দেশের নাম জার্সির মাঝখানে রাখা থাকে, স্পনসরের নাম অন্য কোনও জায়গায় থাকলেও জার্সির মাঝে থাকবে দেশের নাম। বুমরাহের এই ভুলের জন্য আইসিসির তরফ থেকে কোন শাস্তি দেওয়া হবে কিনা? সে নিয়ে এখনও অবধি কোনও বার্তা মেলেনি।

আরও পড়ুন:আইপিএল নয়, দেশকেই প্রাধান্য দিলেন বাটলার
