Monday, November 10, 2025

ধনকড় দুর্নীতিগ্রস্ত, জৈন হাওয়ালা মামলায় নাম জড়িয়ে ছিল: বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যপাল একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, জৈন হাওয়ালা নাম জড়িয়ে ছিল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar)- সোমবার, সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, জৈন হাওয়ালা মামলায় নাম ছিল রাজ্যপালের। কিন্তু আদালতে গিয়ে কোনওভাবে সেই মামলা থেকে তাঁর নাম সরানো হয়েছে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। মুখ্যমন্ত্রী বলেন, জৈন হাওয়ালা মামলায় চার্জশিট কার নাম ছিল তা খুঁজলেই পাওয়া যাবে। এখনও ওই সংক্রান্ত ঘটনায় একটি জনস্বার্থ মামলা চলছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, কেন হঠাৎ উত্তরবঙ্গ (North Bengal) সফরে গেলেন রাজ্যপাল তা খতিয়ে দেখা উচিত। উত্তরবঙ্গ ভাগের চক্রান্ত চলছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল উত্তরবঙ্গে গিয়ে বিজেপি (Bjp) নেতাদের সঙ্গে বৈঠক করছেন। ধনকড় এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে তীব্র অভিযোগ জানান মমতা। এর পাশাপাশি, রাজ্যপালের সফরে খরচ নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে যেখানে মহামারি আইন বলবৎ রয়েছে, সেই পরিস্থিতিতে কীভাবে বেশি মানুষের জমায়েত করা হচ্ছে সেদিকটাও দেখা উচিত বলে মনে করেন মমতা।

আরও পড়ুন-বাস-অটো চলাচলে ছাড়, আরও শিথিল করে বিধিনিষেধ জারি 15 জুলাই পর্যন্ত: মুখ্যমন্ত্রী

তিনি বলেন, সেখানে বিজেপির নেতাদের সঙ্গে বসে আলোচনা করছেন রাজ্যপাল। শুধু তাই নয়, আন্দোলন জারি রাখার কথা বলছেন। সাংবিধানিক প্রধান হিসেবে কিভাবে এই বার্তা দিতে পারেন তিনি? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত করতে মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরের বিষয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁর কাছে খবর আছে বেশিরভাগ লোকেই সাজিয়ে-গুছিয়ে কমিশনের প্রতিনিধিদের সামনে উপস্থিত করেছেন বিজেপি নেতারা এরমধ্যে সত্যতা নেই।

মুখ্যমন্ত্রী এদিন ফের জানান, তিনবার রাজ্যপালকে সরানোর জন্য দিল্লিতে চিঠি লিখেছেন তিনি। অবিলম্বে বাংলার স্বার্থে এই রাজ্যপালকে সরানো উচিত বলে মন্তব্য করেন মমতা।

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...