বাস-অটো চলাচলে ছাড়, আরও শিথিল করে বিধিনিষেধ জারি 15 জুলাই পর্যন্ত: মুখ্যমন্ত্রী

করোনা সংক্রমণ কমছে। রাজ্যে আরও শিথিল হল বাধানিষেধ। 50% যাত্রী নিয়ে বাস চলাচলে ছাড়পত্র দিল রাজ্য সরকার। সোমবার, সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এখনই চলছে না লোকাল ট্রেন। জারি যাচ্ছে রাত 9 টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কড়া নিষেধাজ্ঞাও।

একনজরে নির্দেশ

 

• নিয়ম শিথিল করে 15 জুলাই পর্যন্ত বহাল বিধি-নিষেধ

 

• সরকারি-বেসরকারি বাস এবং অটো, টোটো চলাচলে ছাড়

 

• 50% যাত্রী নিয়ে চলতে পারবে বাস

 

• 50 শতাংশ গ্রাহক নিয়ে সকাল 11 থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে বিউটি পার্লার-সেলুন

 

• 50 শতাংশ গ্রাহক নিয়ে সকাল এবং বিকেলে খোলা থাকবে জিম

 

• বেসরকারি সংস্থা 50% কর্মী নিয়ে সকাল 10 টা থেকে 4 টা পর্যন্ত খোলা থাকবে

 

• কর্মীদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে সংস্থাকেই

 

• সকাল 6 টা থেকে 12 টা পর্যন্ত খোলা থাকবে বাজার

 

• অন্য দোকান খোলা থাকবে দুপুর 11 টা থেকে রাত 8 টা পর্যন্ত

 

• রাত 9 টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত করা নিষেধাজ্ঞা জারি

 

• বিয়েবাড়ি বা অন্যান্য অনুষ্ঠানে সর্বাধিক 50 জন উপস্থিত থাকতে পারেন

 

• রাজনৈতিক বা ধর্মীয় জমায়েত 20 জনের বেশি থাকা যাবে না

 

• আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে

 

 

আগে পয়লা জুলাই পর্যন্ত বিধি-নিষেধ জারির নির্দেশ দিয়েছিল নবান্ন। এদিন 15 জুলাই পর্যন্ত নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী।

 

Previous articleঝুঁকি না নিয়ে মরুদেশে সরিয়ে দেওয়া হল টি২০ বিশ্বকাপ, জানালেন সৌরভ
Next articleটোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন চারবারের সোনাজয়ী সেরেনা উইলিয়ামস