টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন চারবারের সোনাজয়ী সেরেনা উইলিয়ামস

টোকিও অলিম্পিকে খেলবেন না চার বারের সোনাজয়ী তারকা সেরেনা উইলিয়ামস। রবিবার উইম্বলডন শুরু আগে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৯ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।
২৩টি গ্র্যান্ড স্লামের মালিক সেরেনা বলেন, ‘আমি আসলে অলিম্পিকের তালিকায় নেই। তাই আমি এ সম্পর্কে অবগত নই। যদি তাই হয়, তা হলে আমার এতে থাকা উচিত নয়।’ সেরেনা যোগ করেন, ‘অলিম্পিকের জন্য আমার এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।’
সিঙ্গেলস ও ডাবলস মিলিয়ে মোট ৪ বার অলিম্পিকে সোনা জিতেছেন সেরেনা। ২০১২ লন্ডন অলিম্পিকে মেয়েদের একক এবং ডাবলসে সোনা জেতেন সেরেনা। অন্য দুটি সোনা (ডাবলস) তিনি জেতেন ২০০০ সিডনি অলিম্পিক ও ২০০৮ বেইজিং অলিম্পিকে।
সেরেনা বলেন, ‘আমি এ নিয়ে এখনো ভাবিনি। অতীতে, আমার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। আমি সত্যিই এটার ব্যাপারে ভাবছি না, তাই আমি এটা নিয়ে চিন্তা না করেই এগিয়ে চলব।’

 

Previous articleবাস-অটো চলাচলে ছাড়, আরও শিথিল করে বিধিনিষেধ জারি 15 জুলাই পর্যন্ত: মুখ্যমন্ত্রী
Next articleজম্মুর সেনা ক্যাম্পে দেখা গেল ড্রোন! জারি রেড অ্যালার্ট