Sunday, November 9, 2025

দায়িত্বে এসেই নয়া নিয়ম রেলমন্ত্রী বৈষ্ণবের, ২ শিফটে কাজ চলবে রাত ১২টা পর্যন্ত

Date:

Share post:

দায়িত্বে আসার কয়েক ঘন্টার মধ্যেই কাজে লেগে পড়লেন নয়া দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী(rail minister) অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnav)। রেলের কর্মী ও আধিকারিকদের ২টি শিফটে কাজ করার নির্দেশ দিলেন তিনি। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেখানে বলা হয়েছে, সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে রেল অফিসের প্রথম শিফটের কাজ। এবং দ্বিতীয় শিফট শুরু হবে বিকেল ৩টে থেকে রাত্রি ১২টা পর্যন্ত। অর্থাৎ দুটি শিফটে ৯ ঘন্টা করে কাজ করতে হবে কর্মীদের।

রেল মন্ত্রকের এডিজি পিআর ডিজে নারায়ন(DJ Narayan) জানান এই নির্দেশিকা শুধুমাত্র মন্ত্রী কার্যালয়ের জন্য জারি করা হয়েছে বেসরকারি বা রেল কর্মীদের জন্য নয়। রেলমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন তাঁর অফিসের সঙ্গে যুক্ত সমস্ত দফতর ও কর্মচারীরা আপৎকালীন ভাবেই এই ২ শিফটে কাজ শুরু করবেন। নবনিযুক্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রীর নজরে রেল মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি রেলকে অত্যাধুনিক করার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তাকে বাস্তব রূপ দেবো। একইসঙ্গে রেলের সকল আধিকারিকদের জন্য একেবারে ‘মিশন মোডে’ কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে প্রতিটি মিনিটকে গুরুত্ব দেওয়ার জন্য।

আরও পড়ুন:বঙ্গভঙ্গ: দাবিতে অনড় বার্লা, কেন্দ্রে নালিশ জানাবেন দিলীপ!

বৈষ্ণব আরও জানান, প্রধানমন্ত্রীর লক্ষ্য রেলকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যার ফলে সাধারণ মানুষ কৃষক গরীব প্রতিটি প্রান্তের মানুষ রেলের সুবিধা পায়। উল্লেখ্য, মন্ত্রিসভায় রদবদলের পর সম্প্রতি রেল মন্ত্রকের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে প্রাক্তন আইএএস আধিকারিক অশ্বিনী বৈষ্ণবের হাতে। এবার দায়িত্ব নিয়েই কাজে লেগে পড়েন তিনি।

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...