বিষ্ণুপুর (Bishnupur) যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাঁকুড়ার (Bankura) জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক। অল্পের জন্য রক্ষা পেলেন জেলাশাসক কে রাধিকা আইআর। জখম হয়েছেন অতিরিক্ত জেলা শাসক ভূমি ও রাজস্ব বিভাগ শঙ্কর নস্কর।

আরও পড়ুন-ভ্যাকসিনের আকালে টিকাকরণে ঘাটতি সবচেয়ে বেশি বাংলা সহ তিন রাজ্যে, বলছে সমীক্ষা

জানা গিয়েছে, বিষ্ণুপুর যাওয়ার পথে ওন্দা থানার গোগড়া এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে দুর্ঘটনাটি। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ওন্দা থানার গোগড়া এলাকায় জেলাশাসকের গাড়িতে ধাক্কা মারে বিষ্ণুপুরের দিক থেকে আসা একটি টাটা এসি গাড়ি। জেলাশাসকের গাড়ির ডান দিকের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। তবে সুস্থ রয়েছেন জেলাশাসক। আহত হয়েছেন অতিরিক্ত জেলা শাসক। অতিরিক্ত জেলা শাসক শঙ্কর নস্কর বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
