Sunday, January 11, 2026

সুষ্ঠুভাবে সংসদ চালাতে সুদীপকে ফোন রাজনাথের, পাল্টা পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশন(monsoon session) শুরু হলেও বিরোধীদের প্রবল বিক্ষোভের প্রতিবাদে মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। পেগাসাস ও কৃষি আইনকে কেন্দ্র করে সংসদের তুমুল বিক্ষোভ শুরু করেছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এহেন পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালাতে লোকসভায় তৃণমূলের(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে(Sudip Banerjee) ফোন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তবে রাজনাথকে ফোনের ওপার থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, পেগাসাস ইস্যুতে সংসদের অন্দরে আলোচনা চায় তৃণমূল।

বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভা। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালানো অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে শাসক দলের কাছে। ফলস্বরূপ বিরোধীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফোনে তিনি অনুরোধ করেন, বিরোধিতা যেন সুষ্ঠুভাবে সংসদ চালাতে সহযোগিতা করে। তবে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের মৌনতায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের তরফে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল সংসদে এই ইস্যুতে আলোচনা চায় তৃণমূল। কেন্দ্র বিরোধীদের দাবি না মানলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:“যন্ত্রণা ছিল, যোগাযোগ রাখত”, বিজেপি যুব নেতার মৃত্যুতে শোকপ্রকাশ কুণালের

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে হাতিয়ার করে দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আঁড়িপাতার। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে দেশের বিরোধী দলগুলি। দাবি তোলা হয়েছে সংসদে এই ইস্যুতে আলোচনার। যদিও বিরোধীদের এই দাবিকে কানেই তোলেনি কেন্দ্র। ফলস্বরূপ লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতবি হতে দেখা গিয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও অধিবেশন শুরুতে বিরোধীদের হই হট্টগোলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে। তিনি বলেন, “সংবাদমাধ্যম দেখে আমি যা বুঝতে পারছি, সংসদের একটা অংশ সুষ্ঠু ভাবে অধিবেশন চালাতে দিতে চায় না। সংসদ জনগণের ই্যস্যু নিয়ে আলোচনা করার জায়গা।”

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...