Tuesday, August 26, 2025

সুষ্ঠুভাবে সংসদ চালাতে সুদীপকে ফোন রাজনাথের, পাল্টা পেগাসাস ইস্যুতে আলোচনার দাবি

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশন(monsoon session) শুরু হলেও বিরোধীদের প্রবল বিক্ষোভের প্রতিবাদে মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। পেগাসাস ও কৃষি আইনকে কেন্দ্র করে সংসদের তুমুল বিক্ষোভ শুরু করেছে তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এহেন পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালাতে লোকসভায় তৃণমূলের(TMC) দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে(Sudip Banerjee) ফোন করলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। তবে রাজনাথকে ফোনের ওপার থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, পেগাসাস ইস্যুতে সংসদের অন্দরে আলোচনা চায় তৃণমূল।

বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা ও রাজ্যসভা। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে সংসদ চালানো অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে শাসক দলের কাছে। ফলস্বরূপ বিরোধীদের কাছে সহযোগিতার আবেদন জানিয়ে এদিন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ফোনে তিনি অনুরোধ করেন, বিরোধিতা যেন সুষ্ঠুভাবে সংসদ চালাতে সহযোগিতা করে। তবে পেগাসাস ইস্যুতে কেন্দ্রের মৌনতায় রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের তরফে এদিন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল সংসদে এই ইস্যুতে আলোচনা চায় তৃণমূল। কেন্দ্র বিরোধীদের দাবি না মানলে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব নয়।

আরও পড়ুন:“যন্ত্রণা ছিল, যোগাযোগ রাখত”, বিজেপি যুব নেতার মৃত্যুতে শোকপ্রকাশ কুণালের

উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে হাতিয়ার করে দেশের প্রায় ৩০০ জন বিশিষ্ট ব্যক্তির ফোনে আঁড়িপাতার। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে দেশের বিরোধী দলগুলি। দাবি তোলা হয়েছে সংসদে এই ইস্যুতে আলোচনার। যদিও বিরোধীদের এই দাবিকে কানেই তোলেনি কেন্দ্র। ফলস্বরূপ লাগাতার বিক্ষোভের জেরে বারবার মুলতবি হতে দেখা গিয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও অধিবেশন শুরুতে বিরোধীদের হই হট্টগোলে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে। তিনি বলেন, “সংবাদমাধ্যম দেখে আমি যা বুঝতে পারছি, সংসদের একটা অংশ সুষ্ঠু ভাবে অধিবেশন চালাতে দিতে চায় না। সংসদ জনগণের ই্যস্যু নিয়ে আলোচনা করার জায়গা।”

 

spot_img

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...