টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত নকআউট পর্বে সহজ জয় দিয়ে শুরু করলেন প্রবীণ যাদব( praveen yadav)। এদিন তিনি হারালেন বিশ্বের ২ নম্বর তারকা রাশিয়ান অলিম্পিক কমিটির গালসান বাজারজাপোভকে। এই জয়ের ফলে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন প্রবীণ। ৬-০ ফলাফলে এই ম্যাচ জিতেছেন প্রবীণ যাদব। তিন সেটেই ম্যাচর ফল নিজের অনুকূলে টেনে নেন ভারতীয় এই তিরন্দাজ। ফলে ম্যাচ চতুর্থ ও পঞ্চম সেটে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়েনি।

ম্যাচে শুরু থেকেই দুরন্ত পারফরম্যান্স করেন প্রবীণ। তিনটি সেটেই দারুণ ছন্দ দেখিয়েছেন প্রবীণ। ২৯-২৭, ২৮-২৭ ও ২৮-২৪ ফলে হারালেন রাশিয়ার তীরন্দাজকে। যার জেরে ৬-০ এর সহজ জয় হাসিল করেন প্রবীণ।

আরও পড়ুন:অলিম্পিক্সে যাওয়ার আগেই বাধা, টোকিও যাওয়ার বিমানে উঠতে পারলেন না বিনেশ ফোগাট
