বুধবার রাতে ভয়ঙ্কর ভূমিকম্প (massive earthquake at America) অনুভূত হল আলাস্কান পেনিনসুলায়। রিখটার স্কেলে এই কম্পনেরতীব্রতা ছিল ৮.২। এই ভয়াবহ ভূমিকম্পের জেরে আমেরিকার জিওলজিকাল সার্ভের তরফে জারি করা হল সুনামির(Tsunami alert) সতর্কতাও। বুধবার রাতে ভূমিকম্পের উৎসস্থল ছিল ৯১ কিমি দক্ষিণপূর্বে অবস্থিত পেরিভিল শহর । ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে আমেরিকার সরকার দক্ষিণ আলাস্কা ও আলাস্কান পেনিনসুলায় সুনামির সতর্কতা জারি করেছে।

মার্কিন সুনামি সতর্কতা সিস্টেমের তরফে সংবাদমাধ্যমে উক্তি বিবৃতি জারি করে বলা হয়েছে, “আগামী তিন ঘণ্টার মধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়তে পারে।” তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। কম্পনের তীব্রতা ছিল সাংঘাতিক। তার জেরে প্রায় কয়েকশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত সেই কম্পন অনুভূত হয়।
