Wednesday, May 21, 2025

দিল্লির ধর্ষিতা দলিত নাবালিকার বাড়িতে গেলেন রাহুল গান্ধী

Date:

Share post:

ফের নারীর সম্মানহানির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হল দিল্লি। এক দলিত নাবালিকাকে ধর্ষণ ও খুনের (rape and murder of a dalit girl) ঘটনায় বুধবার সকাল থেকে প্রতিবাদ জানাতে পথে নেমেছে দিল্লির মানুষ। এ দিন সকালেই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা (Congress leader Rahul Gandhi) রাহুল গান্ধী।

নাবালিকার পরিবারের সকলের সঙ্গে কথা বলেন তিনি। রাহুল তাদের বলেন, “আমি সবসময় আপনাদের পাশে আছি। ন্যায় বিচার পাইয়ে দিতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাব।” মঙ্গলবারও রাহুল গান্ধী টুইট করে ওই নাবালিকাকে “দেশের মেয়ে” বলে উল্লেখ করেন এবং অলিম্পিকে মেডেল আনলে তবেই মেয়েদের,’ দেশের গর্ব ‘ বলে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তা নিয়ে সমালোচনা করেন তিনি।

 

এদিকে দিল্লি পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। দিল্লি পুলিশের পাশাপাশি মহিলা কমিশনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত শুরু হয়েছে। এ দিকে, গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রবল জনরোষের সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি উঠেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। দলিত নেতা তথা ভীম সেনার প্রধান শেখর আজাদ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন। নঙ্গল গ্রামে আন্দোলনেও তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন।

 

রবিবার সন্ধ্যা নাগাদ দিল্লির ক্যান্টনমেন্ট অঞ্চলের পুরানা নঙ্গল এলাকার বাসিন্দা ওই দলিত নাবালিকাকে একটু ঠাণ্ডা জল আনতে পাশেরই একটি শশ্মানে পাঠায় পরিবারের লোকজন। কিন্তু বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও ফিরে আসেনি সে। এরপরই এক প্রতিবেশী নাবালিকার মা’কে ডেকে মেয়ের অর্থদগ্ধ দেহটি দেখান। এই জঘন্য ঘটনায় অভিযোগের তির শ্মশানের প্রধান পুরোহিত রাধেশ্যাম ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশকে জানালে ভালো হবে না বলে ভয় দেখানো হয়। প্রমাণ লোপাট করতে জোর করে তাঁর দেহও পুড়িয়ে দেওয়া হয়। পরে নাবালিকার মা-বাবা পুলিশে অভিযোগ জানান। এরপরই পুলিশ অভিযুক্ত ৪ জনকেই গ্রেফতার করে।

spot_img

Related articles

আর্দ্রতাজনিত অস্বস্তি নিয়ে বুধের শুরু, দুপুরের পর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে!

সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনে সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি জেলায় জেলায়। সকাল দশটার পর থেকে গরম ক্রমশ বাড়তে থাকে।...

একনাগাড়ে বৃষ্টি- ধসে বিপর্যস্ত উত্তর সিকিম! বিপাকে পর্যটকরা, উদ্ধার কাজে সেনা

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস সত্যি করে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের (Sikkim) বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাত থেকে মুন্সিথাঙে একনাগাড়ে...

কলকাতার আকাশে রহস্যময় ড্রোনের দেখা মিলতেই সতর্ক লালবাজার, রিপোর্ট চাইল কেন্দ্র

পহেলগাম হামলা এবং প্রত্যুত্তরে ভারতের অপারেশন সিন্দুরের (Operation Sindoor) পর দেশজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি সতর্ক রয়েছে বাংলাও। এই...

উত্তরের জেলা নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণার পর আজ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...