Tuesday, August 26, 2025

বাঙালি বেশে, বাংলায় শপথবাক্য পাঠ জহর সরকারের

Date:

Share post:

সাবেক বাঙালি বেশে, বাংলায় শপথ নিলেন জহর সরকার (Jawhar Sircar)। বুধবার, রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন এই আমলা। সাদা ধুতি পাঞ্জাবি পরে বাংলায় শপথ বাক্য পাঠ করেন প্রসার ভারতীর প্রাক্তন প্রধান। সোমবার, রাজ্যসভার সাংসদ মনোনীত হন তিনি। অন্য কোনও প্রার্থী মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে জহর। সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধেয় দিল্লি যান জহর। সেখানেই ঠিক হয়, বুধবার ধুতি-পাঞ্জাবি পরে শপথ নেবেন তিনি। সেই খবর প্রথম জানায়, ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

বিজেপি মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হন তৃণমূল (TMC) প্রার্থী প্রাক্তন আইএএস (IAS) তথা প্রসার ভারতীর প্রাক্তন সিইও (CEO) জহর সরকার (Jahar Sarkar)।মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে জহর সরকারের ভাল সম্পর্ক দীর্ঘদিনের। আদ্যন্ত বাঙালি প্রাক্তন এই আমলার স্কুল জীবন কেটেছে সেন্ট জেভিয়ার্সে। প্রেসিডেন্সি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। মাস্টার্স করেন সমাজবিদ্যাতেও। বিভিন্ন বিষয়ে ডিগ্রিও পান সাসেক্স ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে।

আরও পড়ুন:সিপিএম-আস্থাকারীরাই এখন মমতাপন্থী: কুণালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্তব্য অজয়ের

বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতানৈক্যের মধ্যেই মেয়াদ শেষের চার মাস আগে প্রসারভারতীর সিইওর পদে ইস্তফা দেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধনা করেন জহর। তিনি জানান, ” এবার কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলাম”। সূত্রের খবর, মোদির সরকারের বিরুদ্ধে এই অধিবেশন থেকেই সুর চড়াতে পারেন জহর সরকার।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...