আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কয়েক বছরে বহু পরিবর্তন আসতে চলেছে। শুক্রবার পুরনো যানবাহন(old vehicles) বাতিল নীতি লাগু করার পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একই সঙ্গে ডাক দিলেন এই বিষয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে ভিক্টোরিয়ায় উড়বে ১৫০ ফুটের জাতীয় পতাকা!
দেশে অনুপযুক্ত যানবাহন বাতিল করার বিষয়ে বহুদিন ধরে কাজ করছে মোদি সরকার। শুক্রবার নয়া এই নীতির আনুষ্ঠানিক ঘোষণার পর প্রধানমন্ত্রী জানান, “এই নীতির ফলে পুরোনো ও দূষণ সৃষ্টিকারী যানবাহন সরিয়ে ফেলা হবে। এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় সব নাগরিকের জীবনে পরিবর্তন আসবে।” তিনি আরো বলেন, কোন দেশের অর্থনৈতিক উন্নতিতে বড় ভূমিকা নেয় গতিশীলতা। সরকারের এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য ট্রাফিককে দূষণমুক্ত করা। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হবে প্রধানমন্ত্রী জানান, দেশের সড়ক থেকে অনুপযুক্ত গাড়িকে সরিয়ে নেওয়া হবে বিজ্ঞানসম্মতভাবে। নয়া এই নীতির ফলে দেশের ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে বলেও জানান তিনি। পাশাপাশি এদিন কেন্দ্র সড়ক পরিবহন মন্ত্রীর নীতিন গড়করি বলেন, সারা দেশে বর্তমানে অনুপযুক্ত গাড়ির সংখ্যা প্রায় ১ কোটি। এত গাড়ি সরিয়ে ফেলা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যানবাহন কত পুরনো সেদিকে খেয়াল না করে গাড়ি গুলি চলাচলের যোগ্য কিনা সেদিকেই বিচার করা হবে।
