Saturday, November 8, 2025

বুথভিত্তিক আবেদনপত্র দেওয়ার ব্যবস্থা : ‘লক্ষ্মীর ভাণ্ডার’এর ফর্ম তোলা নিয়ে জেলাশাসকদের পরামর্শ মুখ্যসচিবের

Date:

Share post:

দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন জায়গায় ভিড়ের বিষয় বুধবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “শিবিরে বেশি ভিড় করবেন না। কোভিড বিধি মেনে চলুন। হাতে এক মাস সময় আছে। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে”। প্রয়োজনে এর মেয়াদ আরও ৩-৪ দিন বাড়ানো হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি সতর্ক করে জানিয়ে দেন, “দুয়ারের সরকারের ক্যাম্প ছাড়া অন্য কোথাও থেকে ফর্ম নেবেন না। ওই ফর্মে রয়েছে ইউনিক নম্বর। সেই নম্বরের ফর্ম পূরণ করেই জমা দিতে হবে”।

আরও পড়ুন-দয়া করে সাহায্য করুন, তালিবান আসছে: মার্কিন সেনার কাছে কাতর আবেদন আফগান মহিলাদের

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করাতে চেয়ে মহিলাদের ভিড় উপচে পড়ছে এই ঘটনা রাজ্যে বেশ কিছু জায়গায় লক্ষ্য করা গিয়েছে। মালদহে পদপিষ্ট হওয়ার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় বুধবার দুয়ারে সরকার নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে ভিড় এড়াতে পরামর্শ দেন তিনি।

লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের জন্য বুথভিত্তিক ফর্ম দেওয়া যায় কি না, সেই বিষয়ে পরামর্শ দেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, সন্ধে ৭টা থেকে ভিডিয়ো কনফারেন্সে আধঘণ্টার একটি বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে তিনি জেলাশাসকদের সাফ জানান, “কোনওভাবেই ক্যাম্পগুলিতে ভিড় করা যাবে না। প্রয়োজনে আপনারা বুথভিত্তিক আবেদনপত্র দেওয়ার ব্যবস্থা করুন। তার জন্য প্রয়োজনীয় প্রচার করুন। তাহলে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।” উল্লেখ্য, এতদিন ওয়ার্ড ভিত্তিক আবেদনপত্র নেওয়া হচ্ছিল। এর সঙ্গে বিভিন্ন জেলায় ভিড়ের কারণে কী ধরনের বিশৃঙ্খলা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য নেন মুখ্যসচিব।

আরও পড়ুন-দেশবাসীকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য, বিদেশমন্ত্রী জয়শংকর  

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে দুয়ারে সরকারের ২২ হাজারের বেশি ক্যাম্প চলছে। ৩ দিনেই ৪৬ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। ১ সেপ্টেম্বর থেকে চালু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।

advt 19

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...