Tuesday, November 11, 2025

‘আসল দুধ না খেলে সোনার দর কী করে বুঝবেন!’ পুরনো তত্ত্বে ফের বিতর্কে দিলীপ

Date:

Share post:

বছর দুয়েক আগে একবার গরুর দুধে সোনার সন্ধান দিয়ে প্রবল বিতর্কে জড়িয়ে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি(BJP President) দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তবে নিজের বক্তব্যে অটল দিলীপ ফের টেনে আনলেন সেই সোনার(gold) তত্ত্ব। এবার তিনি জানালেন, বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ(cow milk) খান না। যারা আসল দুধ খাননি তারা গরুর দুধে সোনার দর কী করে বুঝবেন? দিলীপের এই মন্তব্যে নতুন করে ফের একবার বিতর্ক উস্কে উঠেছে।

শুক্রবার রাজ্য বিজেপির সদরদপ্তরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায় তখন অনেকে খুব সমালোচনা করেছেন কিন্তু যারা আসল দুধ খাননি তারা সোনার দর বুঝবেন কী করে?” শুধু তাই নয় তিনি আরো বলেন, “পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজন বিশেষ করে শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। তবে বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ খান না, এমন অবস্থা যে লাল চা খান তারা।” তবে নতুন করে দিলীপের ফের সেই সোনা তত্ত্ব বিতর্কে জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেন, ‘দিলীপ ঘোষকে অনুরোধ, সোনা দেওয়া গরুকে আমার কাছে পাঠিয়ে দিন। গবেষণা করে দেখা যাবে।’

আরও পড়ুন:উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

উল্লেখ্য, বছর দুয়েক আগে গরুর দুধে সোনার সন্ধান দিয়ে ব্যাপক বিতর্ক তৈরি করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি ছিল, গরুর দুধে সোনার ভাগ রয়েছে তাই দুধের রং একটু হলুদ। দেশি গরুর কুঁজে থাকে নাড়ি, তাকে স্বর্ণনাড়ি বলে, সূর্যের আলো পড়লে তা থেকে সোনা তৈরি হয়। এই গরুর দুধে থাকে রোগ প্রতিরোধক শক্তি। দিলীপের সেই মন্তব্য রীতিমতো অবাক হয়ে যান বিশেষজ্ঞরা। শুরু হয় প্রবল বিতর্ক। তবে এতদিন পরেও দিলীপ ঘোষ যে নিজের বক্তব্যে অনড়, তা স্পষ্ট করলেন ফের একবার।

advt 19

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...