Monday, August 25, 2025

ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে BJP, মানুষের সমর্থনেই ক্ষমতায় আসব: তৃণমূল নেতৃত্ব

Date:

Share post:

তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসের দিন ফের একবার ত্রিপুরায়(Tripura) আক্রান্ত হয়েছেন তৃণমূল নেতৃত্বরা(TMC leaders)। সেই ঘটনার পর বিকেলের সাংবাদিক বৈঠক করে বিজেপিকে তোপ দাগার পাশাপাশি তৃণমূল জানালো ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে বিপ্লব দেবের সরকার। তবে মানুষের সমর্থন নিয়েই যে তৃণমূল ত্রিপুরায় ক্ষমতায় আসবে এদিন সে বার্তাও দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন(Shantanu Sen) ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিনের সাংবাদিক বৈঠকে শান্তনু সেন বলেন, আজ তৃণমূল নেতা-কর্মীদের ওপর যে ধরনের পাশবিক ও দানবিক হামলা চলেছে তা গোটা দেশ দেখেছে। মুজিবুর রহমানের বাড়িতে মুখ ঢেকে নৃশংস হামলা চালিয়েছে বিজেপির গুন্ডারা। পাশাপাশি গতকাল সোলাঙ্কির ওপর হামলার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, আমাদের একজন নেত্রীর ওপর তার নিজের কলেজে হামলা চালালো বিজেপির গুন্ডারা তাকে অপহরণ করা হলো শুধু তাই নয় পুলিশের এসডিপিও-কেও বিজেপি ছাড়েনি। তাকেও অপমান করেছে। এই ঘটনাই প্রমাণ করে এখানে মানুষ বিজেপির শাসনে কতটা ভয়ে আছে। এখানকার মানুষ চাইছে তৃণমূলকে। বহু বিধায়ক তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। পরিস্থিতি যা তাতে সংখ্যাগরিষ্ঠতা হারাবে এই সরকার। যদিও তৃণমূল মানুষের সমর্থন নিয়েই ত্রিপুরাতে সরকার গড়বে।

আরও পড়ুন:জঙ্গলরাজ চলছে, সব তুলে রাখছি আমরা: বাঁধারঘাট পৌঁছে BJP-কে হুঁশিয়ারি কুণালের

পাশাপাশি কুণাল ঘোষ বলেন, আইন-শৃংখলার অবনতির পাশাপাশি হামলা ও মামলা এই নীতি নিয়ে চলছে বিজেপি সরকার। আজ ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের মিছিল মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে আমরা অভিভূত। আমরা শুধু ত্রিপুরার মানুষকে বলবো, মানুষের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডারের মত সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গে আছে সব ত্রিপুরাতেও চালু হবে। পাশাপাশি ১০ হাজারের অধিক শিক্ষকের ছাঁটাই নিয়ে যে সমস্যা সেটাও মানবিকভাবে দেখবে তৃণমূল সরকার। এর পাশাপাশি কুণাল ঘোষ আরও বলেন, নির্বাচনের আগেই এরাজ্যে সংখ্যালঘু হয়ে যাবে বিপ্লব দেবের সরকার। এখানকার বহু নেতৃত্ব কলকাতা যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। বৈঠক চলছে বৈঠক চলবে। যারা আসতে চাইছেন সকলকে স্বাগত। তবে ত্রিপুরাতে আমরা সরকার গড়ব মানুষের সমর্থন নিয়েই।

advt 19

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...