বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়, তৃণমূলে যোগ দিয়ে বললেন বিষ্ণুপুরের বিধায়ক

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার সকালে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।জোর করে বাংলা দখলের চেষ্টা করেছিল বিজেপি।তিনি বলেন, বাঙালি অধিকার, ঐতিহ্য কোনও কিছুকেই ওরা সম্মান দিতে পারে না। বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়। বুথ স্তরে সংগঠন বলে কিছু নেই ওদের। ২০০ আসন পাবে না অনেক দিন আগেই বুঝে গিয়েছিল। বিজেপির টিকিটে যারা জিতেছে নিজেদের ক্যারিশমায় জিতেছেন। এতে দলের কোনও ভূমিকা নেই।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময়। বিধানসভা ভোটের আগে আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
রাজ্যের সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান তন্ময়। তাঁর কথায়, সারা বাংলা জুড়ে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। বিধানসভা ভোটে জোর করে বাংলা দখলের চেষ্টা করা হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে ভয় দেখানোই এদের কাজ।

আরও পড়ুন – বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আফগান মহিলারা , কিন্তু ক্লাসরুম হবে পৃথক

বাঙালিদের অধিকারের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে। আমাদের ঐতিহ্যকেও নষ্ট করার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ। সারা বাংলায় দলমত নির্বিশেষে সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের বলব, সবাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরুন।

advt 19