Sunday, November 9, 2025

সংযুক্ত কিষান মোর্চার ডাকে ৫ সেপ্টেম্বর মহাপঞ্চায়েত মুজফফরনগরে

Date:

Share post:

বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবি নিয়ে ঐতিহাসিক কৃষক মহাপঞ্চায়েতের জন্য প্রস্তুত মুজফফরনগরের গভর্নমেন্ট ইন্টার কলেজের বিশাল প্রাঙ্গণ। গত ৯ মাস ধরে দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের সিংঘু, টিকরি ও গাজিপুর সীমান্তে আন্দোলনরত কৃষকদের সংযুক্ত কিষান মোর্চা রবিবার মোদি সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে। আগামী বছরের গোড়ায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে রাজ্যের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ জানাতেই এই মহাপঞ্চায়েত। সংযুক্ত কিষান মোর্চার শরিক ৪০টি কৃষক সংগঠন ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যের বহু সংগঠনের প্রতিনিধি মহাপঞ্চায়েতে উপস্থিত থাকবেন। সংযুক্ত কিষান মোর্চার অন্যতম নেতা যোগেন্দ্র যাদব শনিবার বলেছেন, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব থেকে লক্ষাধিক কৃষক মহাপঞ্চায়েতে অংশ নেবেন। ইতিমধ্যে তাঁরা মুজফফরনগরে পৌঁছতে শুরু করেছেন। কর্নাটক, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য থেকেও কৃষকদের দল আসতে শুরু করেছে। ভারতের কৃষক আন্দোলনে রবিবারের এই সমাবেশ নতুন ইতিহাস তৈরির পথে। মহাপঞ্চায়েতের জন্য ইন্টার কলেজ ময়দানে দুই লক্ষ ফুটের বিশাল প্যান্ডেল প্রস্তুত। তৈরি হয়েছে তিন হাজার বর্গফুটের বিশাল মঞ্চ। কোনও রাজনৈতিক দলের নেতার স্থান হবে না মঞ্চে, এমনটাই দাবি আয়োজকদের।

কৃষক মহাপঞ্চায়েত নিয়ে ঘোর দুশ্চিন্তা উত্তরপ্রদেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চিন্তা আগামী দিনে মহাপঞ্চায়েতের প্রভাব নিয়ে। মহাপঞ্চায়েতে বিপুল জনসমাগম আটকাতে বিজেপি সরকারের মদতে সক্রিয় প্রশাসন। কৃষকদের ক্ষোভ আগামী ভোটে কী প্রভাব ফেলবে, চিন্তায় বিজেপি।

আরও পড়ুন- ভবানীপুরে মমতা নামক বাঘের মুখে ঠেলে দলেরই যাঁদের “রাজনৈতিক হত্যা” চাইছে বিজেপি

advt 19

 

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...