Sunday, August 24, 2025

নভেম্বরে এনডিএ-র প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন মহিলারা, নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

এনডিএ(NDA) পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের আবেদনে মান্যতা দিল না সুপ্রিম কোর্ট(Supreme Court)। বুধবার সর্বোচ্চ আদালত কেন্দ্রের আপত্তি উড়িয়ে ইউপিএসসিকে (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন) নির্দেশ দিয়েছে এই বছর ১৪ নভেম্বর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে। আদালতের নির্দেশে প্রথমবার এই পরীক্ষাতে অংশ নেবেন মহিলারা।

সুপ্রিম কোর্টের নির্দেশে এবছরই প্রথম মহিলারা এনডিএ প্রবেশিকা পরীক্ষায় অংশ নেবেন। তবে তার পরেও প্রশাসনিক প্রক্রিয়ার অজুহাত দিয়ে চলতি বছরের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমি পরীক্ষায় মহিলা প্রার্থীদের অংশগ্রহণের অনুমতি বাতিলের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার বিচারপতি সঞ্জয় কিষণ কাউল এবং বিচারপতি বি আর গাভাই এর বেঞ্চ সরকারের এই আবেদন খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে মহিলা প্রার্থীদের জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে (এনডিএ) প্রবেশের জন্য প্রবেশিকা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার একটি বিজ্ঞপ্তি আগামী বছরের মে, ২০২২ সালে প্রকাশ করা হবে। কেন্দ্র আরও বলেছে যে এনডিএ -তে মহিলা ক্যাডেটদের জন্য দ্রুত পাঠ্যক্রম প্রণয়নের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অধ্যয়ন গোষ্ঠী গঠন করা হয়েছে এবং এনডিএ -তে মহিলা ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য একটি কার্যসূচি প্রণয়নের জন্য বোর্ড অফ অফিসার নিয়োগ করা হচ্ছে। আবেদনের মূল যুক্তি হিসাবে তুলে ধরা হয়, ২০২২ সালের মে মাস থেকে এনডিএ এবং নাভাল অ্যাকাডেমিতে মহিলাদের ভর্তি প্রক্রিয়া শুরু করা হোক।

আরও পড়ুন:প্রেম করতে রাজি, মারতে রাজি কিন্তু মরতে রাজি নন পরীমণি

বিচারপতি সঞ্জয় কিষণ কাউল সরকারের আবেদন নিয়ে শুনানির সময় বলেছেন, পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আবেদন গ্রহণ করা আমাদের পক্ষে কঠিন। সশস্ত্র বাহিনী সীমান্তে এবং দেশে উভয় ক্ষেত্রেই অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম । আমরা নিশ্চিত যে এই ক্ষেত্রেও সেনাবাহিনী তাদের দক্ষতা কাজে লাগিয়ে সফল হবে । আমরা আমাদের দেওয়া পূর্বের আদেশ বাতিল করব না। আমরা সরকারের আবেদনটি মুলতুবি রাখছি যাতে পরিস্থিতি তৈরি হলে নতুন নির্দেশ চাওয়া যায় আদালতের কাছে। আবেদনটি মুলতুবি রাখা হয়েছে এবং প্রয়োজনে পরবর্তী নির্দেশের জন্য ২০২২ সালের জানুয়ারিতে শুনানি হবে।

advt 19

 

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...