Saturday, November 8, 2025

ভবানীপুরে পরপর প্রচার সভা থেকে একযোগে বিজেপি-কংগ্রেসকে বিঁধলেন অভিষেক

Date:

Share post:

ভবানীপুরের উপনির্বাচনের আগে শেষ রবিবার। দলীয় নেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে ভবানীপুরে পরপর প্রচার সভা করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। আর সেই সভা থেকেই বিজেপি (Bjp) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। একইসঙ্গে কংগ্রেসকে (Congress) নিশানা করেন তিনি।

এদিন বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। সেই প্রেক্ষিতে ২০১৯-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ- কাউকেই সম্মান করেন না, চেনেন না বিজেপি নেতৃত্ব। মোদির রবি ঠাকুরের কবিতা বলা নিয়ে অভিষেক বলেন, কী যে বলেন তা হয়ত নিজেও বুঝতে পারেন না! অন্যরা বোঝা তো দূরস্থান।

তৃণমূল সাংসদ বলেন, দেশে কোনও উন্নয়ন করছে না মোদি সরকার। অথচ নাম বদল করে চলেছে। একজন প্রধানমন্ত্রী নিজের নামে স্টেডিয়ামের নাম বদল করে রাখলেন। বিজেপি যদি কোনও অবস্থায় বাংলায় ক্ষমতায় আসত, তাহলে ভবানীপুরের নাম বদলে ‘মোদিনীপুর’ করতে বলে কটাক্ষ করেন অভিষেক।

এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূল নেতাদের আটকানো যাবে না বলেও ফের বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তাঁদের দল কংগ্রেসের মতো এজেন্সি ভয়ে বাড়িতে ঢুকে যাবে না। তৃণমূলকে যত আটকানোর চেষ্টা করা হবে, ততই তারা এগিয়ে যাবে। চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, পারলে তৃণমূলকে আটকে দেখান।

এদিন ফের অভিষেক বলেন, তৃণমূল গেট খুলে দিলে কয়েকদিনের মধ্যেই বিজেপি দলটা উঠে যাবে। যে সংখ্যায় নেতা-কর্মী তৃণমূলের আসতে চাইছেন, তাতে বিজেপির অস্তিত্ব থাকবে না।

আরও পড়ুন- ইস্যুকে সমর্থন করে কৃষক আন্দোলনের পাশে আছি, তবে বনধ-কে সমর্থন নয়: মমতা

advt 19

 

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...