Saturday, August 23, 2025

বাংলাদেশে একটি স্কুলেরই ৮৫ ছাত্রীর বিয়ে! উদ্বিগ্ন শিক্ষক শিক্ষিকারা

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

টানা দেড় বছর করোনার কারণে বন্ধ ছিল বাংলাদেশের স্কুল। এই সময়েই ওপার বাংলার অনেক স্কুলছাত্রীরই বিয়ে হয়ে গিয়েছে। এর মধ্যে একটি স্কুলেরই ৮৫ জন ছাত্রীর বিয়ে দেওয়া হয়েছে। এত জন ছাত্রীর বিয়ে হয়েছে সেটা জানা গিয়েছে স্কুল আবার খোলার পরেই।এই পরিসংখ্যান সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

বাংলাদেশের কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের এই বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর।এলাকার অন্য স্কুলে কতজন ছাত্রীর বিয়ে হয়েছে সেটা নিয়েও খোঁজখবর নিতে শুরু করে দিয়েছেন শিক্ষা দফতরের আধিকারিকরা।
বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান খন্দকার জানান, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার স্কুল খোলার পরে দেখা যাচ্ছিল যে স্কুলে উপস্থিতির হার খুব কম। কেন ছাত্রীরা স্কুলে আসছে না সেটা জানার জন্য ওই পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া শুরু হয়। আর তখনই বিয়ের বিষয়টি জানা যায়।

আরও পড়ুন – ডবল ইঞ্জিনের রাজ্যে গর্ভবতী মহিলাকে গণধর্ষণের পর ফেলে রাখা হল রেললাইনে
তিনি বলেন, ‘করোনাকালে স্কুল বন্ধ থাকার সময়ে এই স্কুলের মোট ৩৪৫ জনের মধ্যে ৮৫ জন ছাত্রীর বিয়ে হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টি আমাদের এলাকার শিক্ষা আধিকারিককে লিখিতভাবে জানানো হয়েছে।’ ওই স্কুলের পক্ষ থেকে জানানো হয়, আগেও এই স্কুলের অনেকে ছাত্রীর বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। স্কুল খোলা থাকায় সেটা জানার পরে ওই বিয়েগুলি বন্ধ করার ব্যবস্থা করা হলেও স্কুল বন্ধ থাকার সময় তারা সেটা করতে পারেননি।এই সময়ে বাল্যবিবাহ যে বেড়েছে সেটা মেনে নিয়েছেন বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খয়বর আলী। তিনি বলেন, ‘করোনার কারণে আমাদের এলাকায় বাল্যবিবাহ বেড়েছে। এই ধরনের বিয়ে বন্ধ করার জন্য আমরা সব এলাকাতেই সচেতনতামূলক প্রচার চালাবো।’ দারিদ্রতা এবং আরও কিছু কারণে এই ধরণের বিয়ে বাড়ছে বলেও মনে করেন তারা।

 

advt 19

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...