গোয়ায় মমতার হোর্ডিংয়ে ছয়লাপ, আজ কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান

”গোয়াঞ্চি নভি সকাল”! যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “গোয়ায় নতুন সকাল”! সমুদ্র সৈকত হোক কিংবা দ্বীপরাজ্য গোয়ার অন্যত্র, চোখে পড়বে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হোর্ডিং। তৃণমূলের গোয়া প্রদেশের তরফে এক টুইটে পোস্ট করা হয়েছে ওই ব্যানারের ছবি। সেখানে লেখা হয়েছে, ”আমরা এখন গোয়ায়। আমরা এখানে লড়তে এসেছি। থাকতে এসেছি। জিততে এসেছি।”

অন্যদিকে, গোয়ায় সংগঠন বিস্তারের প্রথম পদক্ষেপ হিসেবে আজ, বুধবার দ্বীপরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর লুইজিনহো ফেলেইরো দলবল নিয়ে যোগ দেবেন তৃণমূলে। এদিন বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হবে। যেখানে যেখানে থাকবেন তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় ও সৌগত রায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও করবেন লুইজিনহো ফেলেইরো।

আরও পড়ুন: NHRC-র ‘ভুয়ো’ রিপোর্ট, নেই পূর্ণাঙ্গ তথ্য: সিব্বলের সওয়ালে কোণঠাসা কেন্দ্র

জানা গিয়েছে, ফেলেইরোর সঙ্গেই জোড়াফুল শিবিরে যোগ দেবেন দক্ষিণ গোয়ার অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যান্তনিও ক্লোভিস কোস্টা এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদারের ও গোয়া প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক যতীশ নায়েকের।

advt 19

 

Previous articleNHRC-র ‘ভুয়ো’ রিপোর্ট, নেই পূর্ণাঙ্গ তথ্য: সিব্বলের সওয়ালে কোণঠাসা কেন্দ্র
Next articleউৎসশ্রীর আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: কড়া বার্তা ব্রাত্যর