Wednesday, November 12, 2025

মাস্কহীন প্যান্ডেল হপিং তৃতীয় ঢেউয়ের দিকে ঠেলে দিচ্ছে না তো! শিশুদের নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা

Date:

Share post:

পুজো দেখার অতি উৎসাহ আর বেপরোয়া মনোভাব ফের করোনা (Corona) সংক্রমণ বৃদ্ধিকে ডেকে আনছে না তো? প্রতিমুহূর্তে এই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে এখন নয়, এই উদাসীনতার প্রভাব বোঝা যাবে 14 দিন পর থেকে। কিন্তু তখন হয়ত অনেক দেরি হয়ে  যাবে। বোধনের আগে থেকেই শুরু হয়েছে মণ্ডপ (Pandal) পরিদর্শন। অধিকাংশ দর্শনার্থীর মুখে মাস্কের (Mask) বালাই নেই। বিশেষ করে ছবি তোলার অছিলায় বেশিরভাগ সময়ই মাস্কে খুলে ফেলছেন তাঁরা। এমনকী কর্তব্যরত পুলিশ কর্মীরা সর্তক করলেও, উল্টে তাঁদের ভুল পরিসংখ্যান বোঝানোর চেষ্টা করছেন ‘অতিজ্ঞানী’ দর্শনার্থীরা।
তবে শুধু নিজেদের নয়, একই সঙ্গে অভিবাবকরা বিপদে ফেলছেন শিশুদের। কারণ প্রাপ্তবয়স্কদের অনেকের টিকাকরণ (Vaccination) হয়ে গেলেও, শিশুদের টিকাকরণ হয়নি। তার উপর ঋতুবদলের সময় সন্ধের পর থেকে ঠান্ডা পড়ছে। শিশুরোগ বিশেষজ্ঞদের মতে, এটি খুবই ক্ষতিকারক। ওই সময় ভাইরাসের বাড়বাড়ন্ত হয়। একই সঙ্গে শিশুরা বেশিক্ষণ মাস্ক পরে থাকতেও পারে না। সুতরাং ভিড়ে গেলে তাদের সংক্রমণের আশঙ্কা অনেকগুণ বেড়ে যাচ্ছে।
পুজো শুরুর আগে থেকেই সরকার এবং প্রশাসনের তরফ থেকে বারবার মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং দূরত্ব বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু উৎসবের আতিশয্যে তা মানছেন না অধিকাংশ হুজুগে জনতা। অভিযোগ, অনেক পুজো কমিটির তরফ থেকেও গাছাড়া মনোভাব রয়েছে। ষষ্ঠীর সন্ধে থেকে যত সংখ্যক লোক রাস্তায়-মণ্ডপে ভিড় জমিয়েছেন, তা দেখে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, চেতলা-গড়িয়াহাট-রাসবিহারী অ্যাভিনিউ-হাতিবাগান-সহ কলকাতার বেশ কিছু এলাকায় একের পর এক নামী পুজো হচ্ছে। ভিড় ওই এলাকাগুলিতেই ঘুরপাক খাচ্ছে। এক ট্রাফিক পুলিসকর্মীর মন্তব্য, “এখন যত গাড়ি রাস্তায় রয়েছে, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়লে অত অ্যাম্বুলেন্স পাওয়া যাবে তো!” করোনাকালে পুলিশকর্মীরা নিরলস পরিশ্রম করেছেন। অতিমারির ভয়াবহতা তাঁদের জানা। তবে সাধারণ মানুষ যদি সচেতন না হন তাহলে আগামী দিনে বড় বিপদ আসার আশঙ্কা করছেন অনেকেই।

advt 19

 

 

 

spot_img

Related articles

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...