শাস্তির মুখে পড়লেন দীনেশ কার্তিক

আইপিএলে( ipl) দিল্লি ক‍্যাপিটালসকে( delhi capitals) ফাইনালে উঠেছে কেকেআর( kkr)। কিন্তু এরই মাঝে আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ উঠল কেকেআর উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিকের উপর। ম্যাচের সময় দেখা গিয়েছিল, শূন্য রানে আউট হওয়ার পর হতাশায় উইকেট ভেঙে দেন। এবং তা স্বীকারও করেছেন কার্তিক।

এই নিয়ে এক বিবৃতিতে আইপিএলের পক্ষ থেকে বলা হয়,” কার্তিক আইপিএলে কোড অফ কন্ডাক্টের লেভেন ওয়ান অপরাধের ২.২ ধারায় শাস্তি স্বীকার করেছেন।”

তবে স্বস্তির খবর, এর জন‍্য কার্তিককে কোন নির্বাসন পেতে হবে না। ফলে ফাইনালে সিএসকের বিরুদ্ধে খেলতে পারবেন তিনি।

আরও পড়ুন:আইপিএলে কেকেআরের হয়ে দুরন্ত পারফরম্যান্স ভেঙ্কটেশের, দলকে ফাইনালে তুলে কী বললেন তিনি

advt 19

 

 

Previous articleদক্ষিণ চিন সাগরে ঘূর্ণিঝড় কোম্পাসুর দাপট, বঙ্গোপসাগরেও প্রভাব পড়ার আশঙ্কা
Next articleছোট পরিসরেও চাঁদের হাট নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতিতে