দুর্গাপুজোর সময় প্রশাসনের সর্তকতা স্বত্ত্বেও বেশ কিছু জায়গায় ভিড় এড়ানো যায়নি। হরে কোভিড (Covid) সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার থেকে সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন-বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসার ঘটনা : রাজ্যে শান্তি বজায় রাখতে সতর্ক নবান্ন

নমুনা পরীক্ষা এবং টিকাকরণ (Vaccination) বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। পঞ্চমী থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও তড়িঘড়ি মঙ্গলবারই ফের কাজ শুরু হতে চলেছে স্বাস্থ্য বিভাগে। বিজ্ঞপ্তি জারি করে মঙ্গলবার থেকে সব কর্মীর ছুটি বাতিলের ঘোষণা করে স্বাস্থ্য দফতর।

রাজ্যের করোনা পরিস্থিতি যাতে হাতের বাইরে চলে না যায়, এর জন্য টেস্ট-ভ্যাকসিনেশনে জোর দেওয়া হবে।

