Monday, November 10, 2025

খুলে দেওয়া হল বাইপ্যাপ সাপোর্ট, ওটস দিয়েই ব্রেকফাস্ট সারলেন অসুস্থ পঞ্চায়েতমন্ত্রী

Date:

Share post:

অসুস্থ রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সোমবার তার অবস্থা যথেষ্ট উদ্বেগজনক হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, মন্ত্রীর বাইপ্যাপ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তবে অক্সিজেন এখনও লাগছে তাঁর। সকালে পাকা পেঁপে ও ওটস খেয়েছেন তিনি।  মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। সোমবার রাতে নতুন করে সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়নি। ভালই ঘুম হয়েছে তাঁর।

আরও পড়ুন:হুগলির বেশ কিছু জায়গায় মাইক্রো কনটেন্টমেন্ট জোন, কড়া নজরদারি প্রশাসনের

হাসপাতাল সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসের পাশাপাশি সিওপিডির সমস্যা রয়েছে।এসএসকেএম হাসপাতালের এমএসভিপি পীযুশ রায় জানান, মন্ত্রীর হার্টের সমস্যা ছিল। সঙ্গে সিওপিডি, সুগার। সেইসঙ্গে বার্ধক্যজনিত বেশকিছু  সমস্যা থাকায় তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয়।সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতির পর্যবেক্ষণে একটি মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন এসএসকেএম হাসপাতালের এমএসভিপি পীযুশ রায়।সেইসঙ্গে রয়েছেন, কার্ডিওলজির বিভাগীয় প্রধান সরোজ মণ্ডল রয়েছেন। সঙ্গে সিসিইউ স্পেশালিস্ট, মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, এন্ডোক্রিনোলজি, নেফ্রোলজির বিশেষজ্ঞ নিয়ে বোর্ড। সকলেই সকালে দেখেছেন। সেই অনুযায়ী চিকিৎসা শুরু হয়েছে। বিকেলেও তাঁরা প্রত্যেকেই রিভিউ করেন। সেই মতোই ওষুধ ও অন্যান্য চিকিৎসা চলছে।

রবিবার সকালে রুটিন চেকআপ করাতে এসএসকেএম-এ যান সুব্রত মুখোপাধ্যায়। সোমবার সকালে তাঁর অ্যাঞ্জিওগ্রাম করানোর কথা ছিল। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়ে। ৭৫ বছরের বর্ষীয়ান নেতার শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাঁকে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে নিয়ে যাওয়া  হয়। হাসপাতাল সূত্রে খবর,  সুব্রত মুখোপাধ্যায়কে মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...