সকাল ১১টা পর্যন্ত খড়দহে ভোট পড়েছে ২৩.৬০ শতাংশ। এরই মাঝে খড়দহ স্টেশন রোডে আক্রান্ত হন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। সিপিএমের অভিযোগ, গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তন্ময় বলেন, কয়েক জায়গায় আমাদের এজেন্টদের বসতে দেওয়া হয়নি। আমরা চাই, নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক।
খড়দহের বিজেপি প্রার্থী জয় সাহাকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অবশ্য তৃণমূল প্রার্থী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। বরং তার পাল্টা অভিযোগ, দলীয় প্রতীক লাগানো গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী। তিনি প্ররোচিত করছেন যাতে তাকে হেনস্থা করা হয়। আমরা দলের তরফ থেকে কর্মী সমর্থকদের প্ররোচনা পা না দিতে নির্দেশ দিয়েছি। তাই এধরনের অভিযোগ ভিত্তিহীন। ১৯২ নং বুথের এই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ভোট গ্রহণ পর্ব শুরু হতেই ইভিএম বিভ্রাট খড়দহে
সকাল সাড়ে আটটা নাগাদ নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বের হন পোড়খাওয়া প্রবীণ রাজনীতিবিদ। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শোভনদেব। তৃণমূলের অভিযোগ, খড়দহের কল্যাণ নগর বিদ্যাপীঠে শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে ‘বাধা’ দেয় বাহিনী।
খড়দহ কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫, পোলিং স্টেশন ১৬৬, মোতায়েন করা হয়েছে ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৪৪ এবং মহিলা ভোটার ১ লক্ষ ১৬ হাজার ১৯৭।
