Wednesday, January 14, 2026

সোনিয়াকে ইস্তফাপত্র পাঠিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন অমরিন্দর

Date:

Share post:

কংগ্রেস(Congress) ছেড়ে দিয়ে ক্যাপ্টেন যে নতুন দল গঠন করতে চলেছেন এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) ইস্তফাপত্র পাঠানোর পাশাপাশি আজই পাঞ্জাবে নতুন দলের নাম ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং(captain Amrinder Singh)। তিনি জানিয়ে দিয়েছেন তাঁর গঠন করা দলের নাম হল “পাঞ্জাব লোক কংগ্রেস”(Punjab lok Congress)। আসন্ন বিধানসভা নির্বাচনে এই দল নিয়েই ময়দানে নামবেন ক্যাপ্টেন।

জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার কংগ্রেস ত্যাগ করার পাশাপাশি সোনিয়া গান্ধীকে পাঠানো ইস্তফাপত্রে দলের তীব্র সমালোচনা করেছেন অমরিন্দর সিং। সূত্রের খবর, এই চিঠিতে তিনি একযোগে আক্রমণ করেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, নভজোৎ সিং সিধু এবং হরিশ রাওয়াতকে। চিঠিতে তিনি লিখেছেন, “আমাকে এবং আমার সরকারকে কটূক্তি করার জন্য সিধুকে সকলেই চেনে। ওঁকে মদত দিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। যখন হরিশ রাওয়াতের মতো একজন দু’মুখো মানুষ ওঁকে সাহায্য করেছে, তখন আপনি চোখ বন্ধ করে থাকার ভূমিকা পালন করেছেন।” শুধু তাই নয়, ৭ পাতার দীর্ঘ ইস্তফাপত্রে কংগ্রেসের প্রতি তাঁর অভিমানও ব্যক্ত করেছেন ক্যাপ্টেন।

আরও পড়ুন:আতঙ্কের কারণ হয়ে উঠছে জলবায়ুর পরিবর্তন : গ্লাসগোর সম্মেলনে বললেন মোদি

পাশাপাশি এদিন পাঞ্জাব লোক কংগ্রেস প্রসঙ্গে অমরিন্দর সিং সংবাদমাধ্যমকে জানান, শীঘ্রই নতুন এই দলের প্রতীক এবং কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ হয় তাদের কেই তিনটে প্রতীক দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের তরফেও কমিশনের কাছে তিনটি প্রতীক পাঠানো হয়েছে। এই ছটি প্রতীকের মধ্যে কোন একটি প্রতীককে বেছে নেওয়া হবে। এরপর পুরোদমে নেমে পড়া হবে নির্বাচনী লড়াইয়ে।

spot_img

Related articles

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...