Wednesday, November 12, 2025

সোনিয়াকে ইস্তফাপত্র পাঠিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন অমরিন্দর

Date:

Share post:

কংগ্রেস(Congress) ছেড়ে দিয়ে ক্যাপ্টেন যে নতুন দল গঠন করতে চলেছেন এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) ইস্তফাপত্র পাঠানোর পাশাপাশি আজই পাঞ্জাবে নতুন দলের নাম ঘোষণা করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং(captain Amrinder Singh)। তিনি জানিয়ে দিয়েছেন তাঁর গঠন করা দলের নাম হল “পাঞ্জাব লোক কংগ্রেস”(Punjab lok Congress)। আসন্ন বিধানসভা নির্বাচনে এই দল নিয়েই ময়দানে নামবেন ক্যাপ্টেন।

জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার কংগ্রেস ত্যাগ করার পাশাপাশি সোনিয়া গান্ধীকে পাঠানো ইস্তফাপত্রে দলের তীব্র সমালোচনা করেছেন অমরিন্দর সিং। সূত্রের খবর, এই চিঠিতে তিনি একযোগে আক্রমণ করেছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, নভজোৎ সিং সিধু এবং হরিশ রাওয়াতকে। চিঠিতে তিনি লিখেছেন, “আমাকে এবং আমার সরকারকে কটূক্তি করার জন্য সিধুকে সকলেই চেনে। ওঁকে মদত দিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। যখন হরিশ রাওয়াতের মতো একজন দু’মুখো মানুষ ওঁকে সাহায্য করেছে, তখন আপনি চোখ বন্ধ করে থাকার ভূমিকা পালন করেছেন।” শুধু তাই নয়, ৭ পাতার দীর্ঘ ইস্তফাপত্রে কংগ্রেসের প্রতি তাঁর অভিমানও ব্যক্ত করেছেন ক্যাপ্টেন।

আরও পড়ুন:আতঙ্কের কারণ হয়ে উঠছে জলবায়ুর পরিবর্তন : গ্লাসগোর সম্মেলনে বললেন মোদি

পাশাপাশি এদিন পাঞ্জাব লোক কংগ্রেস প্রসঙ্গে অমরিন্দর সিং সংবাদমাধ্যমকে জানান, শীঘ্রই নতুন এই দলের প্রতীক এবং কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ হয় তাদের কেই তিনটে প্রতীক দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের তরফেও কমিশনের কাছে তিনটি প্রতীক পাঠানো হয়েছে। এই ছটি প্রতীকের মধ্যে কোন একটি প্রতীককে বেছে নেওয়া হবে। এরপর পুরোদমে নেমে পড়া হবে নির্বাচনী লড়াইয়ে।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...