Thursday, August 21, 2025

T-20 World Cup: কিউয়িদের মাত দিয়ে টি-২০ খেতাব জিততে মরিয়া অস্ট্রেলিয়া

Date:

Share post:

রবিবার মহাধামাকায় টি-২০ বিশ্বকাপের( T-20 World cup) ফাইনালে অস্ট্রেলিয়ার ( Australia) মুখোমুখি নিউজিল্যান্ড ( New Zealand)। কেন উইলিয়ামসনদের মাত দিতে তৈরি অ‍্যারন ফিঞ্চের দল।

২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের পর এবার আরও একটি বিশ্বকাপ ফাইনালে পরস্পরের মুখোমুখি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। চলতি টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে আয়োজিত ম্যাচগুলোয় টস একটা বড় ফ্যাক্টর হয়েছে। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচের আগে অ্যারন ফিঞ্চ সাফ জানিয়ে দিলেন, রবিবার টস বড় ভূমিকা পালন করবে না।

প্রসঙ্গত, দুবাইয়ের পিচে প্রথমে ব্যাট করা দলই অধিকাংশ ম্যাচ হেরেছে। যদিও ফিঞ্চের দাবি, ‘‘এই সমস্যা অবশ্যই অতিক্রম করা সম্ভব। সত্যি কথা বলতে কী, আমি তো পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে টস হারতে চেয়েছিলাম। কারণ বিশ্বকাপ জিততে গেলে কোনও না কোনও সময়ে আপনাকে প্রথমে ব্যাট করতেই হবে। তাই সেমিফাইনালে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে চেয়েছিলাম। যাতে আত্মবিশ্বাস বাড়ে।’’

নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক আইপিএল ফাইনালের উদাহরণ দিয়েছেন। ফিঞ্চ বলেন, ‘‘আইপিএল ফাইনাল দেখুন। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে বড় রান তুলেছিল এবং জিতেছিল। আপনি যদি প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেন, তাহলে প্রতিপক্ষ দল চাপে থাকবেই।’’ এদিকে, অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আবার চান, তাঁর ব্যাটসম্যানরা মাঠে নেমে ভয়ডরহীন আগ্রাসী ব্যাটিং করুন। ল্যাঙ্গার বলেন, ‘‘দেখুন চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে ভয়ডরহীন ক্রিকেট খেলতেই হবে। অহেতুক গুটিয়ে না থেকে আগ্রাসী ব্যাটিং করতে হবে। যেভাবে আমরা বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিলাম, একই মানসিকতা নিয়ে ফাইনালেও মাঠে নামতে হবে।’’

এদিকে, অস্ট্রেলীয়দের চ্যালেঞ্জ জানাতে তৈরি নিউজিল্যান্ড শিবির। অভিজ্ঞ কিউয়ি পেসার টিম সাউদি যেমন কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘অস্ট্রেলিয়া বহুদিন ধরেই অন্যতম শক্তিশালী দল। ২০১৫ সালের পর আবার ওদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলব। অস্ট্রেলীয়দের সমীহ করলেও ভয় পাচ্ছি না। কারণ এবছরের শুরুতে আমরা ওদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিলাম।’’

আত্মবিশ্বাসী সাউদি আরও বলেন, ‘‘আমরা গোটা বিশ্বকাপজুডে় সর্বোচ্চ মানের ক্রিকেট খেলেছি। সেরা দলগুলোর বিরুদ্ধে ম্যাচ জিতেছি। তাই কোনও চাপে নেই। ফাইনাল ম্যাচটা দারুণ উত্তেজক হতে চলেছে।’’

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...