মঙ্গলবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন ফের শুরু হ্তে চলেছে।কিন্তু শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠনই নয়, চালু করতে হবে সব স্তরের ক্লাসগুলিও। এমনটাই দাবি উঠেছে একাধিকবার। এর উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রশাসনও নিচু ক্লাস চালু করে দেওয়ার কথা ভাবছে । তবে সেটা হবে ধাপে ধাপে।

আরও পড়ুন:Weather Forecast:নিম্নচাপের ভ্রুকুটি, আকাশের মুখভার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন ব্রাত্য বসুকে বলেন, ‘‘জীবনের মূল স্রোতে ছাত্রছাত্রীদের ফেরানোটাই আমাদের প্রাথমিক অভিপ্রায়। তাই ধাপে ধাপে সব ক্লাসই খুলব। আমরা এখন নবম থেকে দ্বাদশ খুলছি। কলেজ-বিশ্ববিদ্যালয় খুলছি। এই অবস্থা কিছু দিন দেখে, পরিস্থিতি দেখে নিয়ে নিচু ক্লাসও খুলব।’’ এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আমরা ১৬ নভেম্বর থেকে স্কুল খুলছি। পরবর্তীকালে নিচু ক্লাসও খোলার কথা ভাবা হচ্ছে। তিনি বলেন,”পরবর্তী পরিস্থিতি দেখে ধাপে ধাপে পুরো স্কুলই খুলে দেওয়ার ইচ্ছা আছে ।”
শিক্ষামন্ত্রীর এই ধাপে ধাপে স্কুল খোলার ব্যাপারে খুশি ছাত্র থেকে শিক্ষক সকলেই। তাঁদের মতে এর আগেও যখন স্কুল খোলা হয়েছিল তখন ক্লাস চালু হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যই। প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা তখনও স্কুলে যেতে পারেনি। তার পরে করোনা সংক্রমণ বাড়ায় স্কুল ফের বন্ধ হয়ে যায়। তবে এবারে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় নিচু স্কুলও খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন তারা।
