Sunday, January 11, 2026

Tripura: সাম্প্রতিক হিংসা নিয়ে খবর করে ত্রিপুরা সরকারের রোষের মুখে দুই মহিলা সাংবাদিক

Date:

Share post:

ত্রিপুরায় সাম্প্রতিক হিংসা নিয়ে খবর করে বিপ্লব দেব সরকারের রোষের মুখে পড়লেন দুই মহিলা সাংবাদিক। রবিবার রাতে ত্রিপুরা থেকে অসমের গুয়াহাটি যাওয়ার পথে পুলিশ তাঁদের আটক করে।জানা গিয়েছে, ত্রিপুরা সীমানা সংলগ্ন করিমগঞ্জ জেলার নিলাম বাজারের কাছ থেকে অসম পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।সোমবার সকালে অসম পুলিশ তাঁদের ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয়।

জানা গিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে খবর করতে সমৃদ্ধি সকুনিয়া এবং স্বর্ণা ঝা গত বৃহস্পতিবার ত্রিপুরায় এসেছিলেন। ত্রিপুরা পুলিশের অভিযোগ, ওই দুই সাংবাদিক ত্রিপুরায় সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার উদ্দেশ্যে ভুয়ো ও ভিত্তিহীন খবর প্রকাশ ও সম্প্রচার করছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ত্রিপুরায় সাংবাদিকদের ফিরিয়ে আনতে ধর্মনগর থেকে বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মীকে করিমগঞ্জ জেলায় পাঠানো হয়। দুই সাংবাদিকের বিরুদ্ধে আগেই সাম্প্রদায়িক সংঘাত ছড়ানো এবং অপরাধমূলক পরিকল্পনায় ইন্ধন সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে উনকোটি জেলার ফটিকরোয় থানায় এফআইআর দায়ের করেন। এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে কাকরাবন ও কুমারঘাট থানায় আরও দুটি মামলা রয়েছে। ধর্মীয় দাঙ্গা বাধানোর অভিযোগে এক মহিলা তাঁদের বিরুদ্ধে কুমারঘাট থানাতেই এফআইআর করেছেন।

যদিও ত্রিপুরা পুলিশের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিকরা। স্বর্ণা ঝা টুইট করে জানান, তাঁরা কোনও সাম্প্রদায়িক উস্কানি দেননি। একটি মসজিদের উপর ভাঙচুর চালানোর বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন। ২১ নভেম্বর তাঁদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ত্রিপুরা পুলিশ।

 

spot_img

Related articles

নাম জিজ্ঞাসা করেই গুলি! দিল্লিতে খুনের অপরাধীরা মেরে ফেলল সাক্ষী স্ত্রীকেও

রাজধানীর (Delhi Crime) নিরাপত্তা নিয়ে যখন পুরোটাই ভাগ্যের হাতে ছেড়ে রেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), তখন...

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...