Monday, May 5, 2025

Tripura: সাম্প্রতিক হিংসা নিয়ে খবর করে ত্রিপুরা সরকারের রোষের মুখে দুই মহিলা সাংবাদিক

Date:

Share post:

ত্রিপুরায় সাম্প্রতিক হিংসা নিয়ে খবর করে বিপ্লব দেব সরকারের রোষের মুখে পড়লেন দুই মহিলা সাংবাদিক। রবিবার রাতে ত্রিপুরা থেকে অসমের গুয়াহাটি যাওয়ার পথে পুলিশ তাঁদের আটক করে।জানা গিয়েছে, ত্রিপুরা সীমানা সংলগ্ন করিমগঞ্জ জেলার নিলাম বাজারের কাছ থেকে অসম পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।সোমবার সকালে অসম পুলিশ তাঁদের ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয়।

জানা গিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে খবর করতে সমৃদ্ধি সকুনিয়া এবং স্বর্ণা ঝা গত বৃহস্পতিবার ত্রিপুরায় এসেছিলেন। ত্রিপুরা পুলিশের অভিযোগ, ওই দুই সাংবাদিক ত্রিপুরায় সাম্প্রদায়িক শান্তি নষ্ট করার উদ্দেশ্যে ভুয়ো ও ভিত্তিহীন খবর প্রকাশ ও সম্প্রচার করছিলেন। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য ত্রিপুরায় সাংবাদিকদের ফিরিয়ে আনতে ধর্মনগর থেকে বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মীকে করিমগঞ্জ জেলায় পাঠানো হয়। দুই সাংবাদিকের বিরুদ্ধে আগেই সাম্প্রদায়িক সংঘাত ছড়ানো এবং অপরাধমূলক পরিকল্পনায় ইন্ধন সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মী ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে উনকোটি জেলার ফটিকরোয় থানায় এফআইআর দায়ের করেন। এ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে কাকরাবন ও কুমারঘাট থানায় আরও দুটি মামলা রয়েছে। ধর্মীয় দাঙ্গা বাধানোর অভিযোগে এক মহিলা তাঁদের বিরুদ্ধে কুমারঘাট থানাতেই এফআইআর করেছেন।

যদিও ত্রিপুরা পুলিশের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সাংবাদিকরা। স্বর্ণা ঝা টুইট করে জানান, তাঁরা কোনও সাম্প্রদায়িক উস্কানি দেননি। একটি মসজিদের উপর ভাঙচুর চালানোর বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন। ২১ নভেম্বর তাঁদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ত্রিপুরা পুলিশ।

 

spot_img

Related articles

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...