Wednesday, May 14, 2025

তৃণমূলে যোগ দিতে পারেন বরুণ গান্ধী? মমতার দিল্লি সফরের আগে বাড়ছে জল্পনা

Date:

Share post:

খাতায়-কলমে তিনি বিজেপি সাংসদ(BJP MP) হলে কৃষক সমস্যা সহ নানা ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মানেকা পুত্র বরুণ গান্ধীকে(Varun Gandhi)। এহেন বিজেপি সাংসদ এবার যোগ দিতে পারেন তৃণমূলে। অন্তত তেমনই জল্পনা চলছে জাতীয় রাজনীতিতে। আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর এই সফর তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূলের এক শীর্ষ নেতা। অনুমান করা হচ্ছে মমতার এই দিল্লি সফরে বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল শিবিরে যোগ দিতে পারেন বরুণ।

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির অন্যতম প্রতিপক্ষ ইতিমধ্যেই হয়ে উঠেছে তৃণমূল। রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে সংগঠন। এহেন পরিস্থিতিতে তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘বিজেপি-র উপর যে সব নেতা ক্ষুব্ধ, কিন্তু কংগ্রেস যাওয়ার জায়গা নেই, তাঁরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছেন। এই মুহূর্তে মমতা তথা তৃণমূল কংগ্রেসই যে মোদিকে রুখতে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে।’ আর সেই হিসেবে বরুণ গান্ধীর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্পর্ক ভীষণরকম তিক্ত হয়ে উঠেছে। মানেকা গান্ধী ও বরণ গান্ধীকে বিজেপির জাতীয় কর্মসমিতির থেকে ছেঁটে ফেলা হয়েছে। সম্প্রতি লখিমপুর হিংসার পর কৃষক হত্যার নিন্দা করেছিলেন বরুণ। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনে নাথুরাম গডসের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। রাজনৈতিক সূত্রের মতে, বিজেপি ছাড়লে তাঁর একটি নতুন রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হবে। অথচ কংগ্রেস পরিবারে বরুণের যাওয়া সম্ভব নয়। তাই তাঁর তৃণমূল যোগের সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই এ বিষয়ে গোপনে আলোচনা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:Farm Laws: “পাকাপাকিভাবে আইন প্রত্যাহার না হলে আন্দোলন চলবে”, সাফ জানালেন রাকেশ টিকায়েত

প্রসঙ্গত, সম্প্রতি মমতার গোয়া সফরে তৃণমূলে যোগ দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয় পাশাপাশি তৃণমূলের নজরে রয়েছে উত্তর প্রদেশও। ২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এরই মাঝে মমতার ‘তাৎপর্যপূর্ণ’ দিল্লি সফরে কোন শীর্ষ নেতৃত্ব বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সে দিকেই নজর থাকবে জাতীয় রাজনীতির।

spot_img

Related articles

চিন্নাস্বামীতে কোহলিকে ফেয়ারওয়েলের উদ্যোগ বিরাট ভক্তদের

টেস্টকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। সাদা জার্সিতে আর তাঁকে মাঠে দেখতে পারবেন না বিরাট ভক্তরা। একটা ফেয়ারওয়েল...

কানাডার বিদেশমন্ত্রী পদে ভারতীয় বংশোদ্ভূত অনিতা! ভারতের সম্পর্ক মেরামতির পালা

কানাডায় জাস্টিন ট্রুডো সরকারের পতনের পরে খালিস্তানি জঙ্গিদের সেখানে আশ্রয় নেওয়ার পালায় খানিকটা ইতি টানা গিয়েছে। প্রধানমন্ত্রী মার্ক...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

১৪ মে বুধবার ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ৯৪৭৫ ₹ ৯৪৭৫০ ₹খুচরো পাকা সোনা ৯৫২০ ₹ ৯৫২০০...

যুবসমাজের মধ্যে নেশার কী প্রভাব প্রীতমের মৃত্যু তার নমুনা: আক্ষেপ দিলীপের

স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথমপক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্ত ওরফে প্রীতমের মৃত্যুতে শোকাহত বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)।...