India-New Zealand: ভারত-নিউইল‍্যান্ড ম‍্যাচে টিকিটের কালোবাজারি, গ্রেফতার একাধিক

৬৫০ টাকার টিকিটের দাম উঠে আকাশ ছোঁয়া

প্রায় দু’বছর পর ইডেনে ( Eden) ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সাধারণভাবেই এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে কলকাতা বাসীর। রবিবারের ভারত-নিউজিল‍্যান্ড ( india-NewZealand) ম‍্যাচের বিক্রি হয়ে যায় সব টিকিট। এরপর ইডেন চত্বরে দেখা যায় কালোবাজারিদের দাপট। অভিযোগ উঠেছে, টিকিটের কালোবাজারিরও। সূত্রের খবর, সেই অভিযোগেই ইডেন গার্ডেন্স চত্বর থেকে ১১ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বাজেয়াপ্ত হল ভারত বনাম নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচের ৬০টি টিকিটও।

করোনার কথা মাথায় রেখে ম‍্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে রবিবারের ম‍্যাচে। যার ফলে টিকিটের চাহিদা যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। আর এই রবিবারের ম‍্যাচের টিকিট নিয়ে শুরু হয় কালোবাজারি। ৬৫০ টাকার টিকিটের দাম উঠে আকাশ ছোঁয়া। ৬৫০ টাকার টিকিট ওঠে দুই থেকে তিন হাজার টাকা। ওপর দিকে ১৫০০ টাকার টিকিটের দাম চাওয়া হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা। শনিবার দুপুরেই এই বিষয়টি সামনে আসে। তার পরই সক্রিয় হয় পুলিশ। শেষমেশ অভিযান চালিয়ে টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত ১১ জনকে গ্রেফতার  করে পুলিশ। টিকিটের কালোবাজারি রুখতে রবিবার সকাল থেকেই ইডেন চত্বরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:Sourav Ganguly: ইডেনের ২২ গজে ফের ব্যাট হাতে নামতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় : সূত্র

Previous articleTamil Nadu: টানা বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, বাতিল বেশ কিছু ট্রেন
Next articleMalda: স্টপেজের দাবিতে গ্রামবাসীদের সঙ্গে ধর্নায় তৃণমূল বিধায়ক