Monday, August 25, 2025

Tmc Press Conference: নাগাল্যান্ড গুলিকাণ্ডে অমিত শাহের পদত্যাগ দাবি, ক্ষোভ উগরে দিল তৃণমূল প্রতিনিধি দল

Date:

Share post:

দেশকে নিরাপত্তা দিতে নয়, বিজেপিকে নিরাপত্তা দিতে আর ইডি-সিবিআই-এর মতো সংস্থাকে চালাতে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ (Amit Shah)। নাগাল্যান্ডের (Nagaland) ঘটনার প্রেক্ষিতে পদত্যাগ করা উচিত। সোমবার, নাগাল্যান্ড যেতে না পেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তৃণমূল (Tmc) সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev) সহ অন্যান্য প্রতিনিধিরা। এদিন, নাগাল্যান্ড যাওয়ার কথা ছিল তৃণমূলের (TMC) ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের। দলে ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, শান্তনু সেন, লোকসভার সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এবং মুখপাত্র বিশ্বজিৎ দেব। তবে, নাগাল্যান্ডে ১৪৪ জারি থাকায় সফর স্থগিত করা হয়। এরপরই সাংবাদিক বৈঠকে বিশ্বজিৎ দেব (Biswajit Dev) জানান, তৃণমূলের উদ্দেশ্য ছিল সেখানকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, নিহতদের পরিবারের সমবেদনা জানানো। কিন্তু নাগাল্যান্ডের মন জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার জেরে যান চলাচলও কার্যত বন্ধ। এই সফরের কোন ভুল ব্যাখ্যা হোক সেটা তারা চাননি এই কারণেই সফর স্থগিত করা হয়।

সুস্মিতা দেব অভিযোগ করেন, নাগাল্যান্ডে গুলিকাণ্ড গণতন্ত্রে আঘাত। কেন্দ্রের তরফে এর জবাব দাবি করেন তিনি। একই সঙ্গে ঘটনার তদন্তেরও দাবি জানান তিনি। সুস্মিতা দেব বলেন, “গুলি চালনার ঘটনার তীব্র নিন্দা করছি। নাগাল্যান্ডের মানুষের পাশে আছে তৃণমূল।”

স্বাধীনতার পর বিজেপির শাসনেই উত্তর-পূর্ব ভারত সবচেয়ে বেশি অশান্ত হয়েছে। অভিযোগ সুস্মিতার।নর্থ-ইস্টের মুখ্যমন্ত্রীদের ডেকে অমিত শাহ বৈঠক করুন বলে দাবি জানান সুস্মিতা। AFSPA নিয়েও আলোচনার দাবি তোলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তিনি বলেন, দেশের নিরাপত্তা এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে AFSPA একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন।

অসম-মিজোরাম সীমানা সংঘাতে অসম পুলিশের ৬ জন কর্মীর মৃত্যুর ঘটনা ধামাচাপা পড়ে যায়। তৃণমূলের দাবি, নাগাল্যান্ডে গুলিকাণ্ডেও যেন তেমনটা না হয়। এই ইস্যুতে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত হওয়া উচিত। সুস্মিতা জানান, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পরিস্থিতিতে নাগাল্যান্ড সফর বাতিল করা হয়েছে। পরবর্তীতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে তৃণমূল।

আরও পড়ুন:Rape:৩ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্তকে গ্রেফতারির পরই একঘরে নির্যাতিতার পরিবার

 

spot_img

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...