Tuesday, December 30, 2025

Visa Bangladesh : বাংলাদেশ ভ্রমণে ভিসা ফি লাগবে ভারতীয়দের

Date:

Share post:

খায়রুল আলম ,ঢাকা : এবার থেকে ভারতবাসীদের বাংলাদেশে যেতে হলে দিতে হবে ভিসা ফি। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন তথ্যটি নিশ্চিত করেছে। জানা যায়, ভিসা ফি কত হবে, তা এখনও নির্ধারণ না হলেও ৮৫০ রুপির সঙ্গে ট্যাক্সসহ মোট হাজার রুপির মধ্যেই থাকবে। চলতি মাস থেকেই এই নিয়ম চালু হতে যাচ্ছে। পাশাপাশি কলকাতার পার্কসার্কাস লাগোয়া ৯ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণিতে অবস্থিত কলকাতার বাংলাদেশ মিশন এতদিন যে ভিসা দিত, তাও তাদের হাতে থাকছে না। ভিসা সংক্রান্ত সম্পূর্ণ কাজ ভারতের একটি বেসরকারি সংস্থার কাছে দেওয়া হচ্ছে। সেটার অফিস হতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভে। তবে ভিসা সংক্রান্ত সম্পূর্ণ কাজ কলকাতার বাংলাদেশ মিশনই তদারকি করবে।

উপ-হাইকমিশন সূত্রে জানা যায়, আরও উন্নত পরিষেবা দিতে এমন একটি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। প্রথম শুরু করছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। আগামীতে নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, আগরতলা এবং গুয়াহাটিতে একই পদ্ধতি চালু করা হবে। মূলত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সিকিম—এই ছয়টি রাজ্য কলকাতার বাংলাদেশ মিশনের ভিসা জোনের আওতাভুক্ত। বছরে এই মিশন থেকেই কমবেশি দেড় লাখ ভারতীয়কে বাংলাদেশের ভিসা দেওয়া হয়ে থাকে।

ভারতে আসতে হলে প্রত্যেক বাংলাদেশিকে ভিসা ফি বাবদ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় জমা দিতে হয় ১২শ’ টাকা। পাশাপাশি ২শ’ ডলার এনডোর্স করাতে হয়। তবে ভারতবাসীর জন্য ডলার এনডোর্স পদ্ধতি চালু না হলেও এবার থেকে বাংলাদেশে যেতে হলেই দিতে হবে ভিসা ফি। এবং তা শুরু হচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি থেকে। চলতি বছরের ৭ অক্টোবর কলকাতা মিশন, একটি বেসরকারি সংস্থা ডিউ ডিজিটাল বিডি প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তিও সম্পাদন করেছে। যা বহাল থাকবে আগামী পাঁচ বছরের জন্য। ওই চুক্তিতে কলকাতার বাংলাদেশ মিশনের হয়ে স্বাক্ষর করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান এবং সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন মিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মোহাম্মাদ সাইনুল কাদের। অন্যদিকে বেসরকারি সংস্থাটির হয়ে স্বাক্ষর করেন ওই সংস্থার ডিরেক্টর শিভাস রাই এবং সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, কলকাতার ডিরেক্টর পীযূষ গুপ্তা।

সল্টলেক স্কেটর ফাইভে সোমবার থেকে শুক্রবার সপ্তাহে ৫দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভিসা অ্যাপলিকেশন সেন্টার’ খোলা থাকবে। শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক এই ভিসা সেন্টারে থাকছে পর্যাপ্ত পরিমাণ অটো কিউইং মেশিন, সুবিশাল প্রতীক্ষালয়, ভিআইপি লাউঞ্জ, স্ন্যাকস কর্নার, টেলিভিশন স্ক্রিন, বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র সম্পর্কে ভারতীয়দের অবগত করার জন্য থাকবে ডিসপ্লে বোর্ড, সিসিটিভি নজরদারি, অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ আরও অনেককিছু। করোনা স্বাস্থ্যবিধি মেনেই চলবে সমস্ত কাজকর্ম। ভিসা সেন্টারের শীর্ষে থাকবেন একজন অপারেশন ম্যানেজার বা সুপারভাইজার। যিনি ভিসা সম্পর্কিত সমস্ত কাজ খতিয়ে দেখা ও বাংলাদেশ মিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করবেন। এছাড়া বাড়ি বসেই ভিসা পেতে লাগবে ৪ হাজার রুপি।

আরও পড়ুন:বাংলায় সম্প্রীতি রক্ষায় ‘সংহতি দিবসে’ ধর্মগুরুদের সঙ্গে পার্থ – ফিরহাদের প্রার্থনা

spot_img

Related articles

কঠোর পদক্ষেপ আর উন্নয়নের জেরে ২০২৫-এ অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করছে মোদি সরকার

২০২৫ সাল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ইতিহাসে এক বিরল মুহূর্ত, যখন রাষ্ট্র অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে কাবু করতে পেরেছে। কয়েক দশকের...

বাঙালি অভিনেত্রীর সঙ্গে চ্যাট করতেন সূর্য, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বলিউডের বাঙালি অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের ( Khushi Mukherjee) মুখে ভারতীয় টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)...

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! মৃত কমপক্ষে ৭, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ফের ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! ঘটনাটি ঘটেছে আলমোড়া জেলার পাহাড়ি রাস্তায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। তাঁদের...

রবীন্দ্রনাথ সান্যাল! অমিত শাহের অজ্ঞতাকে ধুয়ে দিল তৃণমূল

ফের বাঙালি মনীষীদের প্রতি অসম্মান ও বাংলার ইতিহাস সম্পর্কে বিজেপি নেতৃত্বের অজ্ঞানতা প্রকাশ্যে। বাংলার দুই প্রাতঃস্মরণীয় মনীষী রবীন্দ্রনাথ...