Friday, November 14, 2025

ক্ষমতায় এলে গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পের প্রতিশ্রুতি তৃণমূলের, মহিলারা পাবেন ৫০০০ টাকা

Date:

Share post:

বঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের(Lakshmir Bhandar) মত গোয়াতে গৃহলক্ষ্মী প্রকল্পের(Grihalaxmi) প্রতিশ্রুতি দিল তৃণমূল। শনিবার গোয়া তৃণমূল কংগ্রেসের(TMC Goa) তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, তৃণমূল ক্ষমতায় এলে গোয়ায়(Goa) পরিবারপিছু একজন মহিলাকে মাসিক ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে তৃণমূল সরকার।

মাত্র দু’মাসের মধ্যেই গোয়াতে নিজেদের রাজনৈতিক সংগঠন শক্তপোক্ত করে ফেলেছে তৃণমূল। লক্ষ্য এখন ক্ষমতা দখল। ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে লুইজিনহো ফেলেইরো সহ বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন৷ গোয়ার স্থানীয় দল এমজেপি-র সঙ্গে জোটও বেঁধে ফেলেছে তারা৷ ২০২৩ সালে গোয়ায় নির্বাচন৷ আর সেই লক্ষ্যেই শনিবার বড় ঘোষণা করা হলো তৃণমূলের তরফে। এদিন টুইটারে গোয়া তৃণমূলের তরফে জানানো হয়েছে, “প্রতি মাসে গোয়ার প্রত্যেক পরিবারকে নিশ্চিত আর্থিক সমর্থনের জন্য গৃহলক্ষ্মী কার্ড নিয়ে আসা হল৷ এই প্রকল্পে প্রত্যেক পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে মাসিক পাঁচ হাজার টাকা (বছরে ৬০ হাজার) সরাসরি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে।”

শুধু তাই নয়, কীভাবে গৃহলক্ষ্মী কার্ড সংগ্রহ করে গৃহলক্ষ্মী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে হবে, টুইটে তাও বিশদে জানানো হয়েছে৷ নিছক প্রতিশ্রুতি নয়, তৃণমূল যে সত্যিই এই প্রকল্প কার্যকর করবে, তার জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাধ্যমে গৃহলক্ষ্মী কার্ড বিলি করে নাম নথিভুক্তির কাজও শুরু করে দিচ্ছে গোয়া তৃণমূল৷ গোয়ার ভোটের রাজনীতিতে তৃণমূলের এই প্রতিশ্রুতি নিশ্চিতভাবে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশা করছে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের দাবি, পশ্চিমবঙ্গের মতো গোয়াতেও বড় সংখ্যক মহিলা ভোটব্যাঙ্ক রয়েছে৷ গোয়ায় মোট ভোটারদের ৫১ শতাংশই মহিলা৷ তাঁদের মন জয়েই এবার গৃহলক্ষ্মী প্রকল্প অন্যতম অস্ত্র তৃণমূলের৷

আরও পড়ুন:হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াতের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি সুব্রহ্মণ্যমের

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের মাসিক ভাতা দেবে সরকার। তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্তদের জন্য এই ভাতার অর্থাঙ্ক হবে ১০০০ টাকা। এবং অন্যান্যরা পাবেন ৫০০ টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি যে রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল তার প্রমাণ পাওয়া যায় ভোটবাক্সে। এবার একই অঙ্কে গোয়াতে ময়দানে নামল ঘাসফুল শিবির।

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...