Monday, January 12, 2026

KMC Mayor: কলকাতাকে মমতার স্বপ্নের বিশ্বসেরা করার শপথ প্রধান সেবক ফিরহাদের

Date:

Share post:

ঐতিহ্যবাহী কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে ৩৯ তম এবং তাঁর কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র (Mayor) হিসেবে শপথ (Oath) নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শপথগ্রহণ অনুষ্ঠানে কাউন্সিলরদের মেয়র ফিরহাদের বার্তা, “সকলের কাছে করজোড়ে অনুরোধ, মানুষ সবসময় ডাকলে হাজির হতে হবে। কথা কম বলে কাজ বেশি করতে হবে। কাউন্সিলররা তখনই সফল যখন সবাই বলবে যখন ডাকি তখন পাই’। এই ট্যাগলাইনই শ্রেষ্ঠ।”

তিনি আরও বলেন, “আমরা সবাই নিজের এলাকায় উন্নয়ন করলেই কলকাতা অটোমেটিক উন্নত হবে। একটা টিম হয়ে কলকাতা পুরসভা কাজ করবে। আমরা কেউ হোমরা চোমরা নই। আমরা সবাই সেবক, প্রধান সেবক আমি, আমরা সবাই একটা টিম। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশায় এই বোর্ড গঠন করেছেন। আমরা তাঁর স্বপ্নের কলকাতা গড়ার শপথ নিয়েছি। কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরের রূপ দিতে হবে। এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই বলে এটা সেরা বোর্ড। অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ভাল কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে।”

এদিন পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন মালা রায়, ডেপুটি মেয়র হিসেবে শপথ নেন অতীন ঘোষ। এছাড়াও মেয়র ইন কাউন্সিল পদে শপথ নেন ১৩ জন সদস্য। উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সাজোসাজো রব পুরসভায়। নজির গড়ে পুরসভার লনেই খোলা আকাশের নীচে শহরের বিশিষ্টদের উপস্থিতিতে ৩৯তম মেয়র হিসাবে দায়িত্ব নিলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-Luizinho Faleiro: ডেরেকের পর এবার করোনা আক্রান্ত লুইজিনহো ফ্যালেইরো

দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র (Mayor Kolkata Municipal Corporation) হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার নির্ধারিত সময়ে স্ত্রী ও মেয়েদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্নেহের ববি। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৫০০ জন অতিথি। একই সঙ্গে চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন মালা রায় (Mala Roy)।

মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য (MMIC)। তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, সন্দীপ রঞ্জন বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।

 

spot_img

Related articles

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...