Wednesday, August 27, 2025

KMC Mayor: কলকাতাকে মমতার স্বপ্নের বিশ্বসেরা করার শপথ প্রধান সেবক ফিরহাদের

Date:

Share post:

ঐতিহ্যবাহী কলকাতা পুরসভার (KMC) ইতিহাসে ৩৯ তম এবং তাঁর কেরিয়ারে দ্বিতীয়বারের জন্য কলকাতার মেয়র (Mayor) হিসেবে শপথ (Oath) নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শপথগ্রহণ অনুষ্ঠানে কাউন্সিলরদের মেয়র ফিরহাদের বার্তা, “সকলের কাছে করজোড়ে অনুরোধ, মানুষ সবসময় ডাকলে হাজির হতে হবে। কথা কম বলে কাজ বেশি করতে হবে। কাউন্সিলররা তখনই সফল যখন সবাই বলবে যখন ডাকি তখন পাই’। এই ট্যাগলাইনই শ্রেষ্ঠ।”

তিনি আরও বলেন, “আমরা সবাই নিজের এলাকায় উন্নয়ন করলেই কলকাতা অটোমেটিক উন্নত হবে। একটা টিম হয়ে কলকাতা পুরসভা কাজ করবে। আমরা কেউ হোমরা চোমরা নই। আমরা সবাই সেবক, প্রধান সেবক আমি, আমরা সবাই একটা টিম। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশায় এই বোর্ড গঠন করেছেন। আমরা তাঁর স্বপ্নের কলকাতা গড়ার শপথ নিয়েছি। কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরের রূপ দিতে হবে। এমনভাবে কাজ করতে হবে যাতে সবাই বলে এটা সেরা বোর্ড। অর্থনৈতিক প্রতিকূলতা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ভাল কাজ করতে হবে। এগিয়ে যেতে হবে।”

এদিন পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেন মালা রায়, ডেপুটি মেয়র হিসেবে শপথ নেন অতীন ঘোষ। এছাড়াও মেয়র ইন কাউন্সিল পদে শপথ নেন ১৩ জন সদস্য। উল্লেখ্য, শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই সাজোসাজো রব পুরসভায়। নজির গড়ে পুরসভার লনেই খোলা আকাশের নীচে শহরের বিশিষ্টদের উপস্থিতিতে ৩৯তম মেয়র হিসাবে দায়িত্ব নিলেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-Luizinho Faleiro: ডেরেকের পর এবার করোনা আক্রান্ত লুইজিনহো ফ্যালেইরো

দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র (Mayor Kolkata Municipal Corporation) হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার নির্ধারিত সময়ে স্ত্রী ও মেয়েদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্নেহের ববি। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৫০০ জন অতিথি। একই সঙ্গে চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন মালা রায় (Mala Roy)।

মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য (MMIC)। তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, সন্দীপ রঞ্জন বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।

 

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...