Monday, August 25, 2025

Covid Restriction:সংক্রমণের রাশ টানতে একনজরে দেখে নিন, কী কী পরিষেবা কতটা বন্ধ

Date:

Share post:

রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ। রবিবার দৈনিক সংক্রমণের গণ্ডি ছ’হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতির কথা ভেবে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে নবান্ন।রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোন কোন ক্ষেত্র আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ও খো‌লা রাখা যাবে। কোথায় কেমন নিয়ন্ত্রণ জারি থাকবে তাও ঠিক করে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষে।

আরও পড়ুন:Covid Restriction:বাতিল ব্রিটেনের বিমান, সপ্তাহে দু’দিন চলবে মুম্বই ও দিল্লির উড়ান

রবিবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন পানশালা ও রেস্তরাঁয়। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। যদিও রাত ১০টা থেকেই চালু হবে নৈশ কার্ফু। শপিং মল, সিনেমা হল এবং থিয়েটার হলও খোলা থাকবে। তবে এক্ষেত্রেও মাত্র ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবে। এছাড়াও সেইসঙ্গে মাস্ক পড়ার ওপর কড়া বিধিনিষেধ জারি হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি নৈশকালীন কার্ফু জারি থাকবে। ট্রেন ও মেট্রো চলাচলের উপরও জারি হয়েছে বিধিনিষেধ। নির্দেশিকায় বলা হয়েছে ,করোনা বিধি মেনে লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন। সন্ধে ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।

এক নজরে দেখে নিন, কী কী বন্ধ, কতটা বন্ধ:



উল্লেখ্য, রাজ্যে দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজ্যে এক লাফে দেড় হাজার বাড়ল সংক্রমণ। কলকাতার অবস্থা দেখে কার্যত শিউড়ে উঠছেন চিকিৎসকরাই। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী একদিনে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ১৯৪ জনই কলকাতার।

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...