কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় সূচি মেনে এরিয়া কমিটির পরে জেলা কমিটির সম্মেলনগুলি শুরু করে দিয়েছিল সিপিআইএম (CPIM)। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এমাসেই জেলা সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু এসে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণ রুখতে বেশকিছু বিধিনিষেধ জারি হয়েছে। এই পরিস্থিতিতে সম্মেলন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিপিআইএম।

আরও পড়ুন- Kerala: ফের মার্কিন মুলুকে চিকিৎসা করতে যাচ্ছেন বিজয়ন, কী হয়েছে তাঁর?
আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে খবর, বিশেষজ্ঞদের সঙ্গে এবিষয়ে আলোচনাও করা হয়েছে। জেলা শুধু নয়, রাজ্য সম্মেলনও পিছিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর। সামনের এপ্রিলেই কেরলের (Kerala) কান্নুরে পার্টি কংগ্রেস হওয়ার কথা রয়েছে। তবে, পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেবে সিপিআইএম। কারণ, এরিয়া-জেলা-রাজ্য সম্মেলনের পরেই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়। সেখানে জেলা ও রাজ্য কমিটির সম্মেলন পিছলে পার্টি কংগ্রেসও পিছিয়ে যেতে পারে বলে মনে করছে সিপিআইএম নেতৃত্ব। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ৭ থেকে ৯ জানুয়ারি হায়দরাবাদে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক বসছে।
