Sunday, August 24, 2025

লাইনে রাখা পিলারের সঙ্গে সংঘর্ষ, কপালজোরে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস

Date:

Share post:

ময়নাগুড়ির দোমোহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখন টাটকা। এরই মাঝে বড়সড় বিপদ থেকে কপালজোরে রক্ষা পেল মুম্বই-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রেললাইনের উপর রাখা সিমেন্টের পিলারের সঙ্গে ধাক্কা খেল ট্রেনটি। যদিও এই দুর্ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) ভালাসাদে। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান রীতিমতো পরিকল্পনা করে ট্রেনটিকে লাইনচ্যূত(Train derail) করার চেষ্ট হয়েছিল। যদিও কপালজোরে রক্ষা পেয়েছে ট্রেনটি।

ভালসাদ পুলিশের তরফে জানানো হয়েছে, “শুক্রবার সন্ধে ৭.১০ নাগাদ ভালসাদের অতুল স্টেশনের (Atul Station) কাছে রেল লাইনের উপরে থাকা একটি সিমেন্টের পিলারের সঙ্গে সংঘর্ষ হয় মুম্বই-হজরত নিজামউদ্দিন অগস্টক্রান্তি রাজধানী এক্সপ্রেসের (Mumbai-Hazrat Nizamuddin August Kranti Rajdhani Express )। ট্রেনের ধাক্কায় সিমেন্টের ওই পিলারটি রেল লাইনের বাইরে কিছুটা দূরে ছিটকে যায়। তবে এতে ট্রেনের কোনওরকম বিপদ হয়নি। যাত্রীরাও সকলেই সুরক্ষিত আছেন। ঘটনাটি ট্রেনের চালকের নজরে আসায় তিনি তা দ্রুত অতুল রেল স্টেশনের আধিকারিককে জানান।” এদিকে ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত সেখানে পৌঁছন স্থানীয় পুলিশ আধিকারিকরা। এই বিষয়ে সুরাতের আইজি (IG) রাজকুমার প্রধান বলেন, “অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি ওই সিমেন্টের পিলারটিকে রেল লাইনের উপর রাখে। ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় পিলারটির। মনে করা হচ্ছে ট্রেনটিকে লাইনচ্যূত করার পরিকল্পনা করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পাশাপাশি এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...