Narendra Modi: ১৬ জানুয়ারি জাতীয় স্টার্ট-আপ দিবস: ঘোষণা প্রধানমন্ত্রীর

আজাদি কা অমৃত মহোৎসবে ভার্চুয়াল ভাষণ প্রধানমন্ত্রীর। স্টার্টআপগুলির প্রশংসা।

১৬ জানুয়ারি জাতীয় স্টার্ট-আপ দিবস হিসাবে পালনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার, ‘আজাদি কা অমৃত মহোৎসবে’ ভার্চুয়ালি ১৫০ টিরও বেশি স্টার্টআপের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ১০ ​​থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগের উদ্যোগে অমৃত মহোৎসব পালিত হয়। স্টার্টআপ (Startup) উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এই অনুষ্ঠান হয়। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দেশের স্টার্টআপের সংখ্যা অনেক গুণ বেড়ে গিয়েছে।

বিভিন্ন ক্ষেত্রের স্টার্টআপ: কৃষি, স্বাস্থ্য, স্পেস, সিকিউরিটি, এন্টারপ্রাইজ সিস্টেম, পরিবেশ- এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেয়। স্টার্টআপগুলিকে দেশের সামনে থাকা চ্যালেঞ্জের মোকাবিলা করতে উৎসাহ দেন মোদি। বলেন, আত্মনির্ভর ভারত আরও বেশি আত্মবিশ্বাসী। সংস্থাকে আমলাতান্ত্রিকতা মুক্ত করার ডাক দেন তিনি।

Previous articleMaldah:পুলিশকে লক্ষ্য করে গুলি মাদক কারবারির, নিহত ১ যুবক
Next articleলাইনে রাখা পিলারের সঙ্গে সংঘর্ষ, কপালজোরে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস