দলাদলির ঊর্ধ্বে: ফেসবুকে একরত্তিকে বাঁচাতে ফিল্ম এডিটরের আর্জিতে ঝাঁপাল অভিষেকের টিম

একেই বলে জননেতা। যাকে বলে চোখের পলক ফেলতে না ফেলতেই কাজ হয়ে যাচ্ছে। তিনদিনের শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) টিম। তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেছেন, “আমি সাধারণত দমকলের ক্ষেত্রেও এত দ্রুত ব্যবস্থা দেখিনি! নিজেই চমকে গিয়েছিলাম পুরোটা দেখে!”

আরও পড়ুন: শৈত্য প্রবাহের জেরে কাঁপছে উত্তরভারত, রাজধানীতে ঠান্ডা ১৭ বছরের সর্বোচ্চ

ঘটনার সূত্রপাত, নদিয়ার (Nadia) হরিণঘাটা থানার নগরউখড়া মহাদেবপুরের বাসিন্দা পূজা দেবনাথ (Puja Debnath) দিন তিনেক আগে দমদমের একটি বেসরকারি হাসপাতালে জন্মদেন শিশুটিকে। জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। হাসপাতাল জানিয়ে দেয়, এসএসকেএম (SSKM Hospital) অথবা মুকুন্দপুরের আরএন টেগোর (R N Tagore Hospital) হাসপাতাল ছাড়া এর চিকিৎসা সম্ভব নয়। আরএন টেগোর হাসপাতালে চিকিত্সা করানোর আর্থিক সামর্থ্য তাদের নেই। এরপরে খবর যায় ফিল্ম এডিটর অনির্বাণ মাইতির কাছে। অনির্বাণ মাইতি ঘোষিত বামপন্থী। এরপর অনির্বাণ ফেসবুকে পোস্ট করেন, বিধায়ক মদন মিত্র হয়তো এর সুরাহা করতে পারেন। ঠিক তার পরেই দমদমের হাসপাতালে সঙ্গে যোগাযোগ করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম।

এরপর শনিবার রাতেই অভিষেকের টিম যোগাযোগ করে শিশুটির বাড়ির লোকের সঙ্গে। শিশুটির সমস্ত খরচা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বহন করবে বলে জানিয়েছেন।