১) অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করলেন রাফায়েল নাদাল। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি। টপকে গেলেন রজার ফেডেরার, নোভাক জোকোভিচকে ।

২) অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ভূমিকম্প। কেঁপে উঠল টিভি স্ক্রিন। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন অদ্ভুত ঘটনা। আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ের ম্যাচ চলাকালীন ভূমিকম্প অনুভূত হয়। যার প্রভাব পড়ে সরাসরি ম্যাচ সম্প্রচারে।
৩) এখনও সঙ্কট কাটেনি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের । রাখা হয়েছে ভেন্টিলেশনে। বেড়েছে তাঁর শরীরে কোভিডের সংক্রমণও। মস্তিষ্ক এবং বুকের সিটি স্ক্যানে সংক্রমণের তীব্রতা বোঝা গিয়েছে। রবিবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৪) বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বাংলাদেশকে ৫ উইকেটে হারাল যশ ধুল্লের ছেলেরা। সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া।

৫) এখানেই থামতে চাই না’, মোহনবাগানের হয়ে পরবর্তী ম্যাচেও এই ধারাবাহিকতা রাখতে চাই’, বললেন ডার্বি ম্যাচের নায়ক কিয়ান নাসিরি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
