Sunday, November 9, 2025

Punjab: ভোটের মুখে ইডির হানা, গ্রেফতার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাইপো

Date:

Share post:

অপেক্ষা মাত্র ২ সপ্তাহের। তারপরই বিধানসভা নির্বাচন। তবে তার আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজি সিংহ চান্নির পরিবারে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর। বেআইনি বালি খাদান মামলায় তাঁর ভাইপো ভূপিন্দর সিংহ হানিকে গ্রেফতার করেছে ইডি।

আরও পড়ুন:Weather Forecast:একলাফে তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি, সরস্বতী পুজোতেও জেলায় জেলায় বৃষ্টি

বেআইনি বালি খাদান মামলায় বৃহস্পতিবার ভূপিন্দর সিংহ হানিকে ডেকে পাঠান তদন্তকারীরা। সেই মতো জলন্ধরে ইডি-র দফতরে হাজির হন তিনি। সেখানে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে হানি-র বয়ানে সন্তুষ্ট হতে না পেরে হানিকে গ্রেফতার  করেন তদন্তকারীরা। আজ শুক্রবার তাঁকে মোহালী কোর্টে তোলা হবে বলে খবর।

সম্প্রতি হানি এবং তাঁর সহযোগীদের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখানে নগদে ১০ কোটি টাকা, ১২ লক্ষের রোলেক্স ঘড়ি, ২১ লক্ষের সোনা এবং রূপো উদ্ধার হয় বলে জানা যায়। এর মধ্যে লুধিয়ানায় হানির বাড়ি থেকেই মেলে নগদ ৮ কোটি টাকা। তাঁর সহযোগী সন্দীপের বাড়ি থেকে ২ কোটি টাকা উদ্ধার করে ইডি।

২০১৮ সালে এই বালি খাদান নিয়ে মামলা দায়ের হয়। তারপর তদন্ত সাপেক্ষে সেখানে হানির নাম উঠে আসে। এ বার তাঁকে গ্রেফতার করা হল। সূত্রের খবর, গ্রেফতার হওয়ার পর অসুস্থ বোধ করেন হানি। জলন্ধর সিভিল হাসপাতালে তাঁর পরীক্ষা করানো হয়। কিন্তু সেখানে তাঁকে ফিট সার্টিফিকেট দেন চিকিৎসকেরা।

ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারীদের নামিয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার বিরোধীদের বিপাকে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠে আসছে। পাঞ্জাবে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এই মুহূর্তে টানাপোড়েন চলছে কংগ্রেসে। চান্নি বনাম নভজ্যোত সিংহ সিধু, বিভাজন স্পষ্ট প্রদেশ কংগ্রেসেও। আগামী ৬ ফেব্রুয়ারি সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। তার আগে ভাইপোর গ্রেফতারিতে চান্নির অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...