Saturday, May 17, 2025

জাতীয় কর্মসমিতিতে দায়িত্ব ভাগ করে দিলেন নেত্রী, অভিষেকই সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Date:

Share post:

দিল্লির রাজনীতির দিকে নজর রেখে জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে দায়িত্ব ভাগ করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আনা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে শীর্ষে রেখেই কর্মসমিতির বৈঠকে গঠিত হল তৃণমূলের জাতীয় স্তরের একাধিক কমিটি। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে পদাধিকারীদের নাম ঘোষণা করেন জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়ে দেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই সীলমোহর দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সী।

এছাড়াও তৃণমূলের কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ করবেন যশবন্ত সিনহা ও অমিত মিত্র। সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হয়েছে সুখেন্দু শেখর রায়(রাজ্যসভা), কাকলি ঘোষ দস্তিদার(লোকসভা) ও মহুয়া মৈত্রকে। গুরুত্ব বাড়িয়ে ফিরহাদ হাকিমকে আনা হয়েছে সমন্বয়কারী পদে। উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। এদিনে বৈঠকে ডাকা হয়েছিল মেঘালয়ের মুকুল সাংমা (Mukul Sangma), উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, গোয়ার লুইজিনহো ফ্যালেইরো, হরিয়ানার অশোক তানোয়ারকে। এনারাই ওই রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন:বিধাননগরে কৃষ্ণাতেই ভরসা, আসানসোল- চন্দননগরে মেয়রের নাম ঘোষণা ফিরহাদের

উল্লেখ্য, ২৪ লোকসভা নির্বাচনকে নজরে রেখে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠকের দিকে নজর ছিল জাতীয় রাজনীতি। সেখানেই এদিন পদ বন্টনের ক্ষেত্রে নবীন ও প্রবীণের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। জাতীয় রাজনীতিতে দায়িত্ব বাড়িয়ে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্বদের।

spot_img

Related articles

নামার সময় দুটুকরো হেলিকপ্টার! কেদারনাথে উড়ান নিরাপত্তায় প্রশ্ন

কেদারনাথের হেলিপ্যাডে নামার আগের মুহূর্তে বড়সড় বিপদের মুখে যাত্রীবাহী হেলিকপ্টার। এয়ার অ্যাম্বুল্যান্সের কাজে নিযুক্ত হেলিকপ্টারটি (helicopter) যান্ত্রিক গোলযোগের...

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...