Tuesday, August 26, 2025

জাতীয় কর্মসমিতিতে দায়িত্ব ভাগ করে দিলেন নেত্রী, অভিষেকই সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Date:

Share post:

দিল্লির রাজনীতির দিকে নজর রেখে জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে দায়িত্ব ভাগ করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আনা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে শীর্ষে রেখেই কর্মসমিতির বৈঠকে গঠিত হল তৃণমূলের জাতীয় স্তরের একাধিক কমিটি। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে পদাধিকারীদের নাম ঘোষণা করেন জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়ে দেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই সীলমোহর দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সী।

এছাড়াও তৃণমূলের কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ করবেন যশবন্ত সিনহা ও অমিত মিত্র। সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হয়েছে সুখেন্দু শেখর রায়(রাজ্যসভা), কাকলি ঘোষ দস্তিদার(লোকসভা) ও মহুয়া মৈত্রকে। গুরুত্ব বাড়িয়ে ফিরহাদ হাকিমকে আনা হয়েছে সমন্বয়কারী পদে। উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। এদিনে বৈঠকে ডাকা হয়েছিল মেঘালয়ের মুকুল সাংমা (Mukul Sangma), উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, গোয়ার লুইজিনহো ফ্যালেইরো, হরিয়ানার অশোক তানোয়ারকে। এনারাই ওই রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন:বিধাননগরে কৃষ্ণাতেই ভরসা, আসানসোল- চন্দননগরে মেয়রের নাম ঘোষণা ফিরহাদের

উল্লেখ্য, ২৪ লোকসভা নির্বাচনকে নজরে রেখে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠকের দিকে নজর ছিল জাতীয় রাজনীতি। সেখানেই এদিন পদ বন্টনের ক্ষেত্রে নবীন ও প্রবীণের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। জাতীয় রাজনীতিতে দায়িত্ব বাড়িয়ে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্বদের।

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...